‘ফেসবুকে একজনকে ভীষণ ভালো লাগত’! কার কথা বললেন ‘জগদ্ধাত্রী’র নায়িকা অঙ্কিতা?

অঙ্কিতা

সরস্বতী পুজোর কথা উঠলেই বাঙালির মনে জেগে ওঠে এক অন্যরকম আবেগ। পুজো, প্রেম, আড্ডা, আনন্দ, স্মৃতি সবমিলিয়ে জমজমাট বাঙালির এই উৎসব। সম্প্রতি হিন্দুস্থান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে পুরনো স্মৃতিতে ভাসলেন টেলি পর্দার ‘জগদ্ধাত্রী’ ওরফে অঙ্কিতা মল্লিক।

অঙ্কিতার কথায়, ‘সরস্বতী পুজোর কথা মনে এলে প্রথমেই তো স্কুলের কথা মনে পড়ে যায়। আমি যদিও এখনও খুব বেশিদিন সেই সবকিছু ফেলে আসিনি। কলেজের গণ্ডি পার করেছি সবে ২-৩ বছর হল। তাই সরস্বতী পুজোর কথা মনে পড়লে সেইসব কথাই মনে পড়ে। আমি বিনোদিনী গার্লস হাইস্কুলে পড়তাম। আর স্কুলে পড়ার সময় কার্ড নিয়ে অন্যস্কুলে নিমন্ত্রণ করতে যাওয়ার বিষয়টা আমার কাছে বেশ মজার ছিল। স্কুলের ঠাকুর আনা, আল্পনা দেওয়া, সাজানো, এইসব নিয়ে ব্যস্ত থাকতাম পুজোর আগে থেকে বেশ কয়েকটা দিন।”

সরস্বতী পুজোয় আনন্দ করা ছাড়াও আরও কিছু সিক্রেট শেয়ার করলেন অঙ্কিতা। পুজোর সঙ্গে সঙ্গে প্রেমের স্মৃতির বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করে হলে, অঙ্কিতা বলেন, সরস্বতী পুজোতে আমার প্রেম নিয়ে অভিজ্ঞতাটা বড়ই অদ্ভুত। স্কুলে পড়ার সময় ফেসবুকে দেখে একটা ছেলেকে খুব ভালো লাগত।

পুজোর দিন যখন ওকে দেখালম, খুব হতাশ হয়েছিলাম। দেখলাম, ছেলেটা আমার থেকে খুবই বেঁটে! কাউকে ছোট করছি না, কেউ বেঁটে হতেই পারে। তবে সেদিন আমার কাছে ওটা অপ্রত্যাশিত ছিল। যেমনটা কল্পনা করেছিলাম, তেমনটা ছিল না। আবার ওর সঙ্গে বান্ধবীও ছিল, সবমিলিয়ে হতাশ ছিলাম।