জুলাই মাসের প্রথমেই আবার দ্বিতীয়বারের জন্য বাড়ল ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে এলপিজি গ্যাসের দাম কলকাতাতে বেড়েছে ৪.৫০ টাকা, দিল্লিতে বেড়েছে ১ টাকা, মুম্বইয়ে বেড়েছে ৩.৫০টাকা এবং চেন্নাইতে বেড়েছে ৪ টাকা করে। মাসের প্রথম দিন থেকেই এই দাম কার্যকর হবে।
আরও পড়ুন । ন্যূনতম ব্যালেন্স ও এটিএম চার্জ ফ্রি’র মেয়াদ আজ শেষ
করোনা ভাইরাসের জেরে মানুষের আর্থিক অবস্থা খুবই সঙ্কটে। তার মধ্যে চাকরি হারিয়েছে বহু মানুষ। লকডাউনে প্রথম তিন মাস মানুষের আর্থিক সংকটের কথা চিন্তা করে এলপিজি গ্যাসের দাম কম করা হয়েছিল। তবে গত মাসে থেকে জুলাইয়ের প্রথমে দ্বিতীয় বার আবার দাম বাড়ল ভর্তুকিহীন এলপিজি গ্যাসের। মেট্রো শহরগুলোতে এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আজ থেকে কোথায় কেমন দাম দেখে নিন।
আরও পড়ুন । কলকাতায় এবার চালু হল মেট্রো স্মার্ট কার্ডের অনলাইন রিচার্জ
মেট্রো শহরে ভর্তুকিহীন এলপিজিরঃ-
কলকাতা – কলকাতায় এতদিন ভর্তুকিহীন এলপিজির দাম ছিল ৬১৬ টাকা। ১ জুলাই মাসে ৪.৫০ টাকা বেড়ে দাম হল ৬২০.৫০ টাকা।
মুম্বই – মুম্বাইয়ে এতদিন দাম ছিল ৫৯০.৫০ টাকা জুলাইয়ে যা বেড়ে দাঁড়াল ৫৯৪ টাকা।
দিল্লি – দিল্লি শহরে দাম এলপিজি গ্যাসের দাম ছিল ৫৯৩ টাকা, ১ জুলাই থেকে ৫৯৪ টাকা।
চেন্নাই – চেন্নাই শহরে এলপিজি গ্যাসের দাম ৬০৬.৫০ টাকা। এখন বেড়ে হল ৬১০.৫০ টাকা।
আরও পড়ুন । এখন থেকে চীনে প্রবেশযোগ্য নয় ভারতীয় সংবাদপত্র ও ওয়েবসাইট
[Source:- www.livemint.com“]