মা ও সন্তানের সম্পর্ক পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক। সব বাবা-মা চায় তাদের সন্তানকে ভালোভাবে মানুষ করতে। সন্তানে কোনও অসুবিধা না হয় সেই ব্যাপারে তারা সবসময় চিন্তিত থাকে। প্রায় দেড় মাস আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন টলি জনপ্রিয় জুটি মধুবনী ও রাজা। ছেলের নাম রেখেছেন কেশব। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সন্তানের সাথে আদুরে ছবি পোষ্ট করতে দেখা যায় তাদের।
সোশ্যাল মিডিয়ায় তাদের সন্তানের মুখ না দেখালেও কিছু কিছু আবেগঘন ছবি তাদের অনুরাগীদের শেয়ার করেন তারা। মধুবনী ও রাজা দুইজনেই তাদের ছেলের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য সবসময় তটস্থ থাকেন। সন্তান আসার পর তাদের জীবন অনেক পাল্টে গেছে। নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছন তারা। এখন তাদের একটাই ধ্যান-জ্ঞান তাদের একরত্তি।
লকডাউনে শুটিং বন্ধ হলেও মধুবনী ও রাজার সময় কাটছে তাদের একরত্তিকে ঘিরে। সারাদিন এই ছোট খুদের সাথে খেলায় দিন কাটছে তাদের। সদ্য অভিনেত্রী তার ইনস্টায় মা ও ছোট ছেলের একটি মিষ্টি মুহূর্ত শেয়ার করেছেন। ছেলেকে কোলে নিয়ে গান শোনাচ্ছেন অভিনেত্রী। কারণ ছেলে নাকি মায়ের গান শুনতে বেশ ভালোবাসে।

View this post on Instagram



