সত্যিই কি বন্ধ হচ্ছে ‘মিঠিঝোরা’ ধারাবাহিক? সামনে এলো আসল সত্য

মিঠিঝোরা

টেলিপাড়ার জোর গুঞ্জন বন্ধ হচ্ছে জি-বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘মিঠিঝোরা’। যার মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেতা সুমন দে। তিন বোনের জীবনের ওঠাপড়ার গল্প খুব অল্প সময়ের মধ্যে পর্দায় খ্যাতি পায়।

একসময় এই ধারাবাহিকের এপিসোড নিয়ে ব্যাপক চর্চা হত সোশ্যাল মিডিয়ায়। তবে সময়ের সাথে সাথে ধারাবাহিকের গল্প প্লট পাল্টাতে থাকে এবং দর্শকের আগ্রহ হারিয়ে যায়। আর টিআরপি দিনের পর দিন কমছে এই মেগার।

নতুন ধারাবাহিক আগমনের জন্যই নাকি বন্ধ করে দেওয়া হবে মিঠিঝোরা’কে। সত্যিই কি বন্ধ হয়ে যাবে এই মেগা? এবার সেই সত্যই সামনে এলো।

মিঠিঝোরা ধারাবাহিকের জন্য সুখবর। বন্ধ হচ্ছে না এই মেগা ধারাবাহিক। বরং রাই আর অনির্বাণের বিয়ের পর নতুন টুইস্ট আসছে গল্পে। তাই দর্শকেরা নিশ্চিন্তে থাকতে পারেন।