‘অভিনেত্রী হতে কোনদিনই চাইনি’, সিরিয়াল শুরুর আগেই নিজের অজানা গল্প শোনালেন নবাগতা অভিনেত্রী রত্নপ্রিয়া দাস

অভিনেত্রী রত্নপ্রিয়া দাস

দুই ভিন্ন মেরুর মানুষের গল্প বলতেই স্টার জলসার পর্দায় হাজির হয়েছে ‘উড়ান’। আর এই সিরিয়ালের হাত ধরেই নবাগতা অভিনেত্রী রত্নপ্রিয়া দাস পা রেখেছেন ছোট পর্দায়। বিপরীতে রয়েছেন খোকাবাবু খ্যাত অভিনেতা প্রতীক সেনও।

অভিনয়ে জগতে পা রাখার সাথে সাথে সাক্ষাৎকারের মুখোমুখি রত্নপ্রিয়া। আর সেখান থেকেই জানা যায়, অভিনয় ছাড়াও আরও একটা স্বপ্ন ছিল তার। তবে কি অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না তার? উত্তরে রত্নপ্রিয়া স্পষ্ট জানান, একেবারেই না, অভিনেত্রী হওয়ার স্বপ্ন তার কোনদিনই ছিল না। তার সম্পূর্ণ ধ্যানজ্ঞান ছিল নাচ।

এমনকি নাচ নিয়েই ভবিষতে এগানোর ইচ্ছা ছিল তার। রত্নপ্রিয়া জানান, শারীরিক কারণের জন্যই নাচ থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। তবে নাচ নিয়ে এগোতে না পারলেও, নাচ আর অভিনয়ের মধ্যে অনেকটাই মিল খুঁজে পেয়েছেন অভিনেত্রী। কারণ দুটোতেই অভিনয়ের প্রয়োজন। আর সেখান থেকেই অভিনয়ের প্রতি ইচ্ছা জন্মায় তার। যদিও নাচে ফিরে আসার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন তিনি।

রত্নপ্রিয়ার কথায়, শখের জিনিসকে মাঝপথে এভাবে বন্ধ করতে হওয়ায় প্রথম কটা মাস মন খারাপ থাকলেও পরিবারের সাপোর্টে নিজেকে অনেকটাই সামাল দিয়েছেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে পর্দার পূজারিণীর সঙ্গে রত্নপ্রিয়ার কি আদেও কোন মিল আছে?

উত্তরে রত্নপ্রিয়া জানান, পূজারিণীর মতো রত্নপ্রিয়াও ভীষণ জেদি। কারণ নিজেকে আরও ভালো করে তুলতে জেদ থাকাটা খুবই দরকার।