‘আমি ভুলেই গিয়েছিলাম আদৃতের জন্মদিন’, অনস্ক্রিন বর’কে নিয়ে মুখ খুললেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু

সৌমিতৃষা কুণ্ডু

মিঠাই ধারাবাহিক শেষ হলেও ধারাবাহিকের নায়ক-নায়িকা-কে নিয়ে চর্চা এখনো জারি। তাদের মনোমালিন্য নিয়েও আজও ফ্যান পেজে রেষারেষি দেখা যায়। আজ মিঠাইয়ের উচ্চেবাবু অর্থাৎ আদৃত রায়ের শুভ জন্মদিন। প্রতিবারের মতো এবারেও ভারতলক্ষ্মী স্টুডিওতে অনুরাগীদের সঙ্গে কেক কেটেছেন আদৃত।

উচ্ছেবাবুর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার বিবাহিত স্ত্রী কৌশাম্বী সহ মিঠাই টিমের সদস্যরা। তবে ভক্তদের চোখ ছিল মিঠাই রানীর সোশ্যালে। আদৃতের জন্মদিনে এবারেও শুভেচ্ছা জানালেন না সৌমিতৃষা। কিন্তু কেন?

এই প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। আনন্দবাজারকে সৌমিতৃষা জানিয়েছেন, ‘আমি ভুলেই গিয়েছিলাম আজ আদৃতের জন্মদিন। আমার এত জন্মদিন, বিয়ের তারিখ মনে থাকে না। তা-ও বলব ভাল থাকুক, কেরিয়ারে সাফল্য আসুক, এই কামনাই করি।’’

আনন্দবাজার অনলাইনের তরফ থেকে অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয়, একসময় নাকি নিবিড় বন্ধুত্ব ছিল আদৃত-সৌমিতৃষার? উত্তরে অভিনেত্রী জানান, ‘না, ভাল বন্ধু নয়, বরং আমরা ভাল সহকর্মী ছিলাম। আসলে যে কোনও ধারাবাহিক শুরু হওয়া মানেই বছর দুয়েকের পথ চলা। একসঙ্গে এতটা সময় কাটানো সেটে, যার ফলে বন্ধুত্ব তৈরি হয় সেখান থেকে। আদৃতের জায়গায় অন্য কেউ থাকলেও ভাল সহকর্মী হত।’