৬২ বছর বয়সেও বাংলা গান গেয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী দেবশ্রী রায়

অভিনেত্রী দেবশ্রী রায়

বাংলা ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। চাইল্ড আর্টিস্ট হিসেবেই কেরিয়ার শুরু করেছিলেন এই অভিনেত্রী। রাজনীতির জন্য ১০ বছর অভিনয় জগত থেকে দূরে ছিলেন। ‘সর্বজয়া’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে কামব্যাক করেন।

৬০ বছর বয়সেও ফের অভিনয় জগতে ফিরে এসে নিজের প্রাপ্য সম্মান অধিকার করে নিয়েছেন। ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই দেবশ্রী রায় অভিনয় ফের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সিরিয়ালের পর ওয়েব সিরিজে প রেখেছেন অভিনেত্রী।

তবে এবার অভিনয় নয় গান গেয়ে শিরোনামে পর্দার সর্বজয়া। সম্প্রতি অভিনেত্রী একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক অনুষ্ঠানের মঞ্চে নিজের ছবির জনপ্রিয় গান ‘আর কত রাত একা থাকব’ গেয়ে দর্শকের প্রশংসা কুড়ালেন। গানের সুর তালে একটু গরমিল হলেও এই ব য়সে যে তিনি সাহস করে গেয়েছেন সেটাই অনেক। তার চেষ্টাকে কুর্নিশ জানিয়েছে তার অনুরাগীরা।