‘আমাদের কোন রোমান্টিক সিন থাকলে ভীষণ খুশি হয়ে যায় রাই’, রাইকে নিয়ে মুখ খুললেন অনির্বাণ ওরফে সুমন দে

মিঠিঝোরা

বর্তমানে জমজমাট পর্বে জমে উঠেছে জি বাংলার হিট মেগা ‘মিঠিঝোরা’। এই মুহূর্তে ধারাবাহিকের মূল আকর্ষণ গল্পের নায়িকা রাই ও অনির্বাণ। বলতে গেলে রাইয়ের জীবনে অনির্বাণ আসার পর থেকে তাদের কেমিস্ট্রি দর্শকের কাছে ধারাবাহিকের আকর্ষণ আরও দ্বিগুন বেড়ে গিয়েছে।

এতদিন দর্শকের ধারনা গল্পে নায়িকা ওরফে অভিনেত্রী আরাত্রিকা মাইতির নায়ক পর্দার সৌর্য ওরফে সপ্তর্ষি। কিন্তু গল্প অনুযায়ী রাইয়ের জীবনে নায়ক হিসাবে জায়গা করে নিয়েছে অনির্বাণ ওরফে অভিনেতা সুমন দে।

পর্দায় দুর্দান্ত কেমিস্ট্রি থাকলেও বাস্তবে রাই- অনির্বাণের সম্পর্ক ঠিক কেমন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, বাস্তবেও আরাত্রিকা- সুমনের নিখাদ বন্ধুত্ব। সম্প্রতি Tolly Factz নামক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে হাজির ছিলেন রাই ও অনির্বাণ।

এই প্রসঙ্গে, সাক্ষাৎকারে অনির্বাণ অর্থাৎ সুমন দে জানান, তাদের মধ্যে কোন রোমান্টিক শট থাকলে কিংবা ভালো কোন পর্বের স্ক্রিপ্ট থাকলে বেজায় খুশি হন রাই। অভিনেতার মুখে এমন কথা শুনে বেশ লজ্জা পেয়েই আরাত্রিকা জানান, ভালো সিন থাকলে কাজ করতে ভালো লাগে। এমনকি পুরো দিনটা এটা নিয়েই কেটে যায়। মনের ভিতর একটা ভালো লাগা কাজ করে।

তাদের কথা শুনেই বোঝাই যাচ্ছে, শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনও তাদের বন্ধুত্ব ততটাই জোড়ালো।