‘আমি নিমন্ত্রণ পাইনি’, আদৃত-কৌশাম্বীর বিয়ে প্রথমবার মুখ খুললেন ‘মিঠাই’ সৌমিতৃষা কুণ্ডু

সৌমিতৃষা কুণ্ডু

গত ৯ মে গাঁটছড়ায় বাধা পড়েছেন মিঠাই খ্যাত আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। জানা যায় মিঠাই ধারাবাহিকের সেটেই তাদের দেখা আর সেখান থেকে প্রেম আর তারপর বিয়ে।

পর্দায় একসময় মিঠাই ও উচ্ছেবাবুর জুটি ছিল নম্বর ওয়ান। এমনকি তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়েছিল নানা গুঞ্জনও। কিন্তু সেইসব কাটিয়ে তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। সম্প্রতি দর্শকের মনে অভিনেতার বিয়ে নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছে।

তার মধ্যে একটি হল, অভিনেতা আদৃত রায়ের বিয়েতে গোটা ‘মিঠাই’ টিম উপস্থিত থাকলেও দেখা পাওয়া যায়নি মিঠাই ওরফে সৌমিতৃষার। তাহলে কি মিঠাই-সিদ্ধার্থর বন্ধুত্বে ফাটল ধরল?

নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠায় সেই প্রশ্নের উত্তরে সৌমিতৃষা স্পষ্ট জানান, ‘নিমন্ত্রণ পাইনি, তাই দেখা যায়নি। আমারও তাঁদের শুভেচ্ছা পাঠানো হয়ে ওঠেনি। আমরা তো জানতামই ‘মিঠাই’ চলাকালীন, তখনই শুভেচ্ছাবার্তা দিয়েছিলাম।’