
স্টার জলসার ‘মন ফাগুন’ ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে বিরাট জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেত্রী সৃজলা গুহ। পিহু চরিত্রে দারুন প্রশংসা লাভ করেন। এরপর আর তাকে ছোটপর্দায় দেখা যায়নি।
একের পর এক ওয়েব সিরিজ, ছবিতে কাজ করছেন। তবে ‘মন ফাগুন’ ধারাবাহিকের অনুরাগীরা অপেক্ষা করে রয়েছেন সৃজলার কামব্যাকের। তাই মন ফাগুন ধারাবাহিকের অনুরাগীদের জন্য রয়েছে একটি বড় সুখবর।
না, কোনও নতুন ধারাবাহিকে নয়, বরং জি-বাংলার পর্দায় আসছেন ‘দিদি নাম্বার ওয়ান’ খেলতে। বহুদিন পর আবার ছোটপর্দায় পা রাখছেন সৃজলা। ইতিমধ্যে সেই খবরে উত্তেজিত তার ভক্তরা। খুব শীঘ্রই টেলিকাস্ট হবে সেই পর্ব।