২রা জুলাই থেকে গোয়া দেশীয় পর্যটকদের জন্য উন্মুক্ত

গোয়া

source

গোয়ার পর্যটনমন্ত্রী মনোহর আজগাঁওকার বুধবার ঘোষণা করেছেন যে ২ জুলাই থেকে উপকূলীয় রাজ্য পর্যটকদের জন্য খোলা হয়েছে, কারণ ২৫০ টি হোটেলকে কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে, যা রাজ্য সরকার স্থাপন করা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে চলতে পারে।

আরো পড়ুন। দিঘা ভ্রমণ

পর্যটন মন্ত্রী জানান, ২ রা জুলাই থেকেই সাধারণ মানুষেরা ঘুরতে যেতে পারবেন তবে করনার জন্য কিছু শর্ত মেনে চলতে হবে।

আরো পড়ুন। পুরী ভ্রমণ

সৈকত শহরে গেলে পর্যটককে দেখান্তে হবে কোভিড নেগেটিভ সার্টিফিকেট। প্রশাসনের কাছে জমা দিতে হবে। তবে সাথে সার্টিফিকেট না থাকলে গোয়াতেই টেস্ট করাতে হবে।

আরো পড়ুন। কক্স বাজার ট্রাভেল গাইড

পর্যটন মন্ত্রী জানান, গোয়ায় আসতে হলে আগে থেকে হোটেল বুকিং করতে হবে সাথে লাগবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। তবে গোয়াতে গিয়ে ধরা করোনা ধরা পরলে তাকে নিজের রাজ্যে পাথিয়ে দেওয়া হবে অথবা তিনি ওখানে থেকেও চিকিৎসা করাতে পারেন। যদিও করোনা গোয়াতে তেমন থাবা বসাতে পারেনি। গোয়াতে করোনার ফলে একজনের মৃত্যু ঘটেছে ।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here