শুক্রবার সন্ধ্যা ও শনিবার তুমুল বৃষ্টিপাতের কারণে বন্যায় প্লাবিত হয় দক্ষিণ জাপান। জাপানে প্রবল নদীর জলস্রোতের ঝুঁকি এবং আশঙ্কা করা হছে ২০ জনের প্রাণ হারিছে। শোনা যাচ্ছে বহু মানুষ এখনও আটকে পড়েছে।
চলছে উদ্ধার কাজ। প্রায় ১০০০০ প্রতিরক্ষা বাহিনী, ফায়ার ব্রিগেড ও উপকূলরক্ষী উদ্ধার কাজে নেমেছে। কুমামোতো অঞ্চলে উদ্ধারকারীরা হেলিকপ্টার ও নৌকা করে বহু মানুষকে বের করে এনেছে।
আরও পড়ুন । করোনাভাইরাকে ঠেকাতে উপসাগরীয় স্থানগুলিতে চেকপয়েন্ট বসাতে উদ্যোগী মেক্সিকো
দক্ষিণ জাপান কিউশুর কুমামোতো অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয় গত শুক্রবার থেকে, আর তার জেরেই কুমা নদীর জলস্রোতে ভেসে গেছে নদীর তীরবর্তী অঞ্চল। স্থানীয় সুত্র থেকে জানা যায়, স্থানীয় কুমা নদীর ১০টিরও বেশি স্থানে জলস্রোত উপচে পড়ে। তলিয়ে যায় বহু ঘর-বাড়ি এবং যানবাহন।
আরও পড়ুন । মুম্বাইয়ে আজ অতি ভারী বৃষ্টি, জারি হয়েছে রেড অ্যালার্ট
সেখানকার স্থানীয় সুত্র থেকে জানা যায় শনিবার বৃষ্টি কমলে শুরু হয় উদ্ধারকাজ এবং সেখানে একটি নিবাস থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছিল এবং তারা সকলেই মৃত বলে জানানো হয়। সেখান ৫৫ বছর বয়সী একজন মহিলার কাছ থেকে জানা যায় প্রাণ বাঁচাতে তারা কেউ সিঁড়িতে দৌড়ে আবার কেউ ছাদে আশ্রয় নিয়েছেন। তারা বলে এরকম বন্যার কবলে পড়তে হবে তারা আশাও করেননি।
আরো পড়ুন। করোনা আবহে রেকর্ড গড়ল ভারত-বাংলাদেশ
স্থানীয় সূত্রে খবর, বহু বাড়ি ও গাড়ি তলিয়ে গেছে, বহু গাছ ভেঙ্গে পড়ে আছে জলের তোলায়। সেখানের এক কর্মকর্তা বলেছেন আশঙ্কা করা যাছে এখনও ১৪ জন নিখোঁজ। তবে উদ্ধার কাজ শেষ হওয়া না পর্যন্ত কতজন এই বন্যার কবলে মারা গেল আর আর কতজন আহত বোঝা যাচ্ছে না।
[Source:- timesofindia.indiatimes.com“]