রইল ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায় সময়ানুবর্তিতা রচনা

সময়ানুবর্তিতা রচনা

‘punctuality’ অর্থাৎ সময়ানুবর্তিতার প্রতি ছোট থেকেই ছাত্রছাত্রীদের মনোযোগ বাড়ানো প্রয়োজন। তাই এই বিষয়ে প্রত্যেক স্কুলে ছোট থেকে শিক্ষার্থীদের অনুশীলন করা হয়। তাই আজকে সেদিকে নজর রেখে সময়ানুবর্তিতা রচনা হাজির আমরা।

ভূমিকা

ঠিক সময়ে কাজ করাই হল সময়ানুবর্তিতা । জীবনে সফলতা আনার জন্য যে সকল গুন থাকা দরকার তার মধ্যে সময়ানুবর্তিতা একটি। মানব জীবনের সকল অনুষঙ্গই সময় দ্বারা প্রভাবিত ও পরিচালিত। অনন্তরে দিকে প্রবাহমান সময়কে যথাযথভাবে কাজে লাগানোর সময়ানুবর্তিতা বলে।

সময়ের বৈশিষ্ট্যঃ

প্রবহমানতা সময়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। সময় নদির স্রোতের মতো প্রবহমান তথা গতিময়। একই জলপ্রবাহে যেমন দুইবার ডুব দেওয়া যায় না, তেমনি একই সময়কে দুইবার পাওয়া যায় না। পৃথিবীর কোনো শক্তিই সময়ের গতিশীলতাকে রোধ করতে পারে না। নীদর জলপ্রবাহ ভাটার টানে চলে গেলেও আবার জোয়ার ফিরে আসে। কিন্তু অতিবাহিত সময় আর ফিরে আসে না। উপযুক্ত সময়ে উপযুক্ত কাজটি না করতে পারলে, অসময়ের শতচেষ্টায়ও তা সার্থকভাবে করা যায় না।

মানবজীবনে সময়ের গুরুত্বঃ

জীবনে প্রতিটি ক্ষেত্রে সময়ানুবর্তিতা অপরিহার্য। পরিবার, বিদ্যালয়, কর্মক্ষেত্র এমনকি কি সামাজিক জীবনেও সময় মেনে চলা জরুরী। সময়ানুবর্তী ব্যক্তি নিজের কাজ যেমন সঠিকভাবে সম্পন্ন করতে পারে, তেমনি অন্যের কাছেও সে সম্মান অর্জন করে। সমাজে শৃঙ্খলা বজায় রাখতেও সময়ানুবর্তিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ছাত্রজীবনে সময়ের সদ্ব্যবহার

ছাত্রজীবনে সময়ের সদ্ব্যবহারের প্রয়োজনীয়তা অপরিসীম। ‘পড়ার সময় পড়া’ আর ‘খেলার সময় খেলা’ এই নিয়ম মেনে চলা উচিত। এতে পরবর্তী জীবনে সময়নিষ্ঠ হওয়া যায় এবং জীবনে উন্নতি করা যায়।

সময়ের অপব্যবহারের কুফলঃ

যারা সময়ের অপব্যবহার করে তারা পরিণামে দুঃখ ভোগ করে। বৃথা সময় নষ্টকারী জীবনে কখনো উন্নতি লাভ করতে পারে না। যেসব ছাত্র অলসভাবে সময় নষ্ট করে তারা পরীক্ষায় ভালো করতে পারে না এবং জীবনে উন্নতি করতে পারে না।

উপসংহারঃ

সময় কারো জন্য থেমে থাকে না। তাই প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার করা উচিত। সময়ানুবর্তিতা মানুষকে করে তোলে পরিশ্রমী ও সফল। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই গুনটি ব্যবহার করলে যেমন জীবনে উন্নতি করতে পারব, তেমনি সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।

Read more:

200+ শব্দ দিয়ে বাক্য রচনা । সহজ বাক্য গঠন । Make Sentence

ছোটোদের জন্য সহজ ভাষায় গরুর রচনা

বর্ষাকাল রচনা ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায়

গ্রীষ্মকাল রচনা ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায়

শরৎকাল রচনা ছোটদের জন্য সহজ ভাষায়

সহজ ভাষায় পরিবেশ দূষণ রচনা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা । ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায় প্রবন্ধ 

রইল ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায় শিক্ষক দিবসের রচনা

ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দের রচনা

ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায় নারী শিক্ষার রচনা

শিক্ষার্থীদের জন্য সহজ ভাষায় পরিবেশ দিবস এর রচনা

ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায় স্বাধীনতা দিবস রচনা