ছোটোদের জন্য সহজ ভাষায় গরুর রচনা ( Cow Paragraph )

গরুর রচনা

ছোটদের জন্য সহজ ভাষায় রচনা লেখা অনেক সময় চিন্তার বিষয় হয়ে ওঠে। তাই এখানে ছোটদের জন্য গরুর রচনা নিয়ে আলোচনা করা হল যা খুব সহজ সরলভাবে লেখা হয়েছে। নীচের এই রচনা প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আশাকরি ভালো লাগবে।

Read more: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা । ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায় প্রবন্ধ

গরুর রচনা ১০ লাইন 

  1. গরু আমাদের গৃহপালিত পশু।
  2. গরুর চারটে পা, দুটি চোখ, দুটি শিং থাকে।
  3. গরুর একটি লম্বা লেজ আছে। লেজের আগায় একগোছা চুল থাকে।
  4. গরুর সারা দেহে লোমে ঢাকা থাকে।
  5. গরু লাল, কালো, সাদা রঙের হয়।
  6. গরু তৃণভোজী প্রাণী। তাই গরু ঘাস, লতা-পাতা, ভাতের মাড় খায়।
  7. গরু আমাদের দুধ দেয়।
  8. গরুর দুধ দিয়ে ছানা, মাখন, ঘি, দই ও মিষ্টি তৈরি হয়।
  9. গরু প্রায় ১০ থেকে ২০ বছর বেঁচে থাকে।
  10. গরু একটি উপকারি প্রাণী।

১০০ থেকে ২০০ শব্দের মধ্যে গরুর রচনা 

ভূমিকাঃ 

গরু একটি গৃহপালিত প্রাণী। গরু আমাদের নানা উপকার করে। প্রাণী হিসাবে গরু একটি শান্তশিষ্ট ও নিরীহ প্রাণী। সারা বিশ্বে গরু পাওয়া যায়। এটি ভারতে পাওয়া প্রধান গৃহপালিত প্রাণী।

Read more: বর্ষাকাল রচনা ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায়

আকৃতিঃ

গরু উপকারী প্রাণী। এর দুটি বড় কান ও দুটি শিং আছে। এর চারটি পা, দুটি চোখ। একটি লম্বা লেজ আছে। লেজের আগায় একগোছা চুল থাকে। এর সারা দেহ লোমে ঢাকা থাকে। গরু লাল, কালো, সাদা রঙের হয়।

Read more: রইল ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায় শিক্ষক দিবসের রচনা

খাদ্যঃ 

পৃথিবীর প্রায় সব দেশে গরু পাওয়া যায়। এটি একটি তৃণভোজী প্রাণী। গরু ঘাস খায়। এছাড়া লতা-পাতা, খইল, ভুসি, ভাতের মাড় প্রভৃতিও এরা খেয়ে থাকে।

Read more: ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দের রচনা

গরুর রচনা

উপকারিতাঃ 

গরু আমাদের দুধ দেয়। গরুর দুধ অত্যন্ত পুষ্টিকর খাদ্য। গরুর দুধ থেকে ছানা, মাখন, ঘি, দই ও মিষ্টি তৈরি হয়। গোরুর চামড়া দিয়ে জুতো, ব্যাগ, ব্লেট ইত্যাদি তৈরি হয়।

এছাড়াও চাষের জমিতে ষাঁড় বা বলদ দ্বারা লাঙল টানানো হয়। কৃষিক্ষেত্র গরুর গোবর একটি উত্তম সার হিসাবে ব্যবহৃত হয়। গরুর মতো উপকারি প্রাণী নেই। আয়ুর্বেদেও বিভিন্ন রোগের চিকিৎসায় গোমূত্র ব্যবহার করা হয়েছে।

Read more: ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায় নারী শিক্ষার রচনা

উপসংহারঃ 

পরিশেষে,  গরু আমাদের মায়ের মতো। প্রাচীনকাল থেকেই এটি মানবতার সেবা করে আসছে। এর যত্ন নেওয়া আমাদের পরম কর্তব্য।

Read more: শিক্ষার্থীদের জন্য সহজ ভাষায় পরিবেশ দিবস এর রচনা

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (Frequently Asked Questions)

প্রশ্নঃ প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গরুর রচনা কত শব্দের হতে পারে? 

উঃ অন্তত ১০ লাইনের। 

প্রশ্নঃ চতুর্থ বা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বর্ষাকাল রচনা কত শব্দের হতে পারে? 

উঃ ১০০ থেকে ২০০ শব্দের মধ্যে।