লকডাউনের পর্ব শেষ । এবার আনলক পর্বের দিকে হাঁটতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ । যার মূল উদ্দেশ্য যত দ্রুত সম্ভব অর্থনীতির বেহাল দশার পরিবর্তন ।
মারণ করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী লকডাউন দ্বারা সৃষ্ট বেকারত্ব বৃদ্ধির মোকাবিলা করতে ব্রিটেনের সরকার তার চাকরির সংখ্যা দ্বিগুণ করতে চলেছে । শনিবার এমনটাই জানিয়েছে সে দেশের অর্থ মন্ত্রক ।
ব্রিটিশ মন্ত্রালয়ের তরফে আরও বলা হয়েছে ,প্রায় ৮০০ মিলিয়ন পাউন্ড অর্থ ব্যয়ে সরকার দেশের চাকরি কেন্দ্রের সংখ্যা প্রায় দ্বিগুণ করার পথে হাঁটতে চলেছে ।
আরও পড়ুন :১১ কোটি ছাড়িয়ে গেল বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ
চলতি সপ্তাহের বুধবার ভারতীয় বংশোভূত ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক লকডাউনের মন্দা কাটিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি পরিচালনার জন্য পরবর্তী পদক্ষেপগুলি ঘোষণা করবেন ।
এপ্রিল ও মে মাসে ব্রিটিশ নিয়োগকারীদের বেতনভোগী লোকের সংখ্যা ৬ লাখের এরও বেশি কমেছে । রেকর্ড হারে নেমে গিয়েছে শূন্যপদের সংখ্যাও ।
আরও পড়ুন :জাপানে রহস্যজনকভাবে করোনাভাইরাসের মৃত্যুর হার কম
ব্রিটিশ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, সরকারী ওয়ার্ক কোচ চাকরি প্রত্যাশীদের দক্ষতা বৃ্দ্ধি এবং কর্মসংস্থান সুনিশ্চিত করতে বাড়তি সহায়তা করবে ।
গত সপ্তাহে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ, গীতা গোপীনাথ বলেছিলেন, লডাউনের জেরে যে ধরণের কাজের সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে সেক্ষেত্রে ব্রিটিশ জনগণ যাতে বাড়তি সুবিধা পেতে পারে সেজন্য ব্রিটেনের বেকারত্বের সুবিধাগুলি খতিয়ে দেখে বিবেচনা করা উচিত।
আরও পড়ুন :করোনাভাইরাস সংক্রমণের ফলে বিশ্বে পরে যায় তেলের দাম
ব্রিটিশ নিয়োগকর্তদের তরফে সরকারের কাছে বিশেষ আর্জি জানানো হয়েছে । যেখানে উল্লেখ করা হয়েছে, অক্টোবরে শেষ হওয়া ব্রিটেনের ফর্লো স্কিম অনুসারে নিয়োগকর্তাদের তরফে সামাজিক সুরক্ষা সংক্রান্ত অবদানগুলি যেন মকুব করা হয় । যাতে, তারা নিয়োগকারীদের চাকরির ভবিষ্যত সুনিশ্তিত করতে পারেন । তবে ৮০০ মিলিয়ন পাউন্ড অর্থ ব্যয়ে করে কর্মসংস্থান গড়ে তোলার পর নিয়োগকর্তাদের দাবি আদৌ বরিস সরকারের কাছে মান্যতা পাবে কিনা তা সময়ই বলবে ।