সামনেই পুজো আর ত্বকে চাই গ্লোয়িং এর ছোঁয়া। ভাবচ্ছেন পার্লারে গিয়ে গোল্ড ফেসিয়াল করাবেন। কেমিক্যাল প্রোডাক্টের পিছনে একগাদা টাকা খরচ করে মুখের ক্ষতি না করে বাড়িতে বসে প্রাকৃতিক উপাদানে করে নিন গোল্ড ফেসিয়াল। হ্যাঁ পার্লারের মতো, আপনি বাড়িতে গোল্ড ফেসিয়াল তৈরি করতে পারেন। একটি ভাল ফেসিয়াল আপনার মুখের ত্বককে মসৃণ, উজ্জ্বল এবং চকচকে করে তুলবে। আজকে এখানে স্টেপ বাই স্টেপ আপনাদের ঘরে বসে প্রাকৃতিক উপাদানে কেমিক্যাল ফ্রি গোল্ড ফেসিয়াল করার টিপস শেয়ার করলাম।
প্রাকৃতিক উপাদানে কেমিক্যাল ফ্রি গোল্ড ফেসিয়াল
Step 1 – মুখ ক্লিঞ্জিং
গোল্ড ফেসিয়ালের প্রথম স্টেপ ক্লিঞ্জিং। আপনি ক্লিঞ্জিং এর জন্য কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। কাঁচা দুধের মধ্যে একটি তুলোর বল ভিজিয়ে ৪ থেকে ৫ মিনিট মুখে ক্লিনজারের মতো ক্লিন করে নিন। তারপর ঠাণ্ডা জলে মুখ পরিষ্কারর করে নিন।