অরিজিৎ সিংয়ের জন্য আরও একবার বাঙালীর জয় হল। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই ছেলে সত্যিই বাংলার গর্ব। শুধু দেশের নয় গোটা বিশ্ব পাগল এই মানুষটার কণ্ঠস্বরে। একজন বাঙালি হিসাবে জাতীয় মঞ্চে বারবার নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। এত খ্যাতি পেয়েও একেবারেই সাদামাটা ভাবে জীবন কাটান এই জনপ্রিয় শিল্পী।
তাঁর সততা, সরল মনের পরিচয় আমরা বারবার পেয়েছি। মাঝেমধ্যেই তাঁর ব্যবহার এবং কাজ মানুষকে মুগ্ধ হতে বাধ্য করে। অরিজিৎ সিং এমনি মাটির মানুষ, যাকে ছোঁয়া যায় কিন্তু ধরা যায়না।
আরও একবার বাংলার মুখ উজ্জ্বল করল এই মানুষটি। জনপ্রিয়তার নিরিখে কোরিয়ান ব্র্যান্ড BTS-কে হারিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন বাংলার এই ছেলে। স্পটিফাই আর্টিস্ট চার্টে তাঁর ফলোয়ার্স সংখ্যা ৬ কোটি ৬১ লক্ষ। জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড BTS, মার্কিন র্যাপ তারকা এমিনেম তাঁর আগে পিছে নেই। গ্লোবাল স্পটিফাই-তে অরিজিৎ সিং রয়েছেন ষষ্ঠ স্থানে আর তাঁর আগে পঞ্চম স্থানে রয়েছেন জাস্টিন বিবার।