বাংলা উৎসব রচনা ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায়

বাংলা উৎসব রচনা

আজকের আর্টিকেলে আমরা ‘ বাংলা উৎসব রচনা ‘ নিয়ে হাজির। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা ফাইনাল বোর্ডের পরীক্ষায় সুন্দর আর সরল ভাষায় লেখার জন্য ছাত্রছাত্রীদের কাজে লাগবে।

বাংলা উৎসব রচনা

ভূমিকা

‘বাঙালি বারো মাসে তেরো পার্বন’ তাই বাঙালিদের জীবনে অপরিহার্য অঙ্গ হল উৎসব। বাঙালিরা উৎসব প্রিয়। কোনও কিছুই উৎসবের থেকে বাঙালিদের দূরে রাখতে পারে না। সমস্ত বাধা অতিক্রম করে বাঙালিরা মেতে ওঠে তাদের আনন্দের উৎসবে।

উৎসবের প্রকারভেদঃ

বাঙালিদের উৎসবকে মুলত চার ভাগে ভাগ করা হয়। ধর্মীয় উৎসব, জাতীয় উৎসব, সামাজিক উৎসব আর ঋতু উৎসব।

ধর্মীয় উৎসব: 

বাংলায় একাধিক ধর্মীয় সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। বছরের ভিন্ন ভিন্ন সময়ের একাধিক ধর্মকে কেন্দ্র করে উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবগুলি হল দুর্গাপূজা, কালীপূজা, সরস্বতী পূজা, রথ ইত্যাদি। আবার মহরম, ইদ ইত্যাদি আবার মুসলমান সম্প্রদায়ের উৎসব।

জাতীয় উৎসব 

শুধু ধর্মীয় বা ঋতু উৎসবেই নয়, জাতীয় উৎসবেও মেতে ওঠেন বাঙালিরা। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, নেতাজি জয়ন্তী ইত্যাদি জাতীয় উৎসবের মধ্যে পড়ে।

সামাজিক উৎসব 

বাঙালির সামাজিক উৎসবগুলিকে পারিবারিক উৎসবও বলা হয়। জন্মদিন, অন্নপ্রাশন, বিবাহ অনুষ্ঠান, ভাইফোঁটা, জামাইষষ্ঠী সামাজিক বা পারিবারিক অনুষ্ঠান।

ঋতু উৎসব 

বাঙালির উৎসবের একটা প্রধান উৎসব হল ঋতু উৎসব। নববর্ষে নতুন বছরকে আহ্বান জানিয়ে শুরু হয় প্রথম ঋতু উৎসব। নতুন ধান কাটার সময় পালন হয় নাবান্ন উৎসব। আবার শীতের ঋতুতে পালিত হয় পৌষ পার্বন। এই সময় পিঠে, মিষ্টান্ন রান্না হয় বাঙালিদের ঘরে ঘরে। আবার বসন্তকালে দোলযাত্রায় মেতে ওঠেন বাঙালিরা।

উপসংহার 

বাঙালি মানেই উৎসব। উৎসব আছে বলেই দুঃখ ভুলে বাঙালি হাসি মুখে জীবনে এগিয়ে যায়।  বিভিন্ন উৎসবের মানুষ ধনী, দরিদ্র, জাতি-ধর্ম ভুলে গিয়ে আনন্দে মেতে ওঠেন। নিজেদের মধ্যে বিবাদ ভুলে যায়। বাঙালি, উৎসব প্রিয় জাতি।

Read more:

200+ শব্দ দিয়ে বাক্য রচনা । সহজ বাক্য গঠন । Make Sentence

ছোটোদের জন্য সহজ ভাষায় গরুর রচনা

বর্ষাকাল রচনা ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায়

গ্রীষ্মকাল রচনা ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায়

শরৎকাল রচনা ছোটদের জন্য সহজ ভাষায়

সহজ ভাষায় পরিবেশ দূষণ রচনা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা । ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায় প্রবন্ধ 

রইল ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায় শিক্ষক দিবসের রচনা

 ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দের রচনা

 ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায় নারী শিক্ষার রচনা

শিক্ষার্থীদের জন্য সহজ ভাষায় পরিবেশ দিবস এর রচনা

ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায় স্বাধীনতা দিবস রচনা