এখানে ছোটদের এবং বড়দের জন্য রইল বাংলা নববর্ষ রচনা। ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায় দেওয়া হল যাতে তাদের সুবিধা হয় –
বাংলা নববর্ষ রচনা (১০০ শব্দ)
- বাংলা ক্যালেন্ডারের বাংলা মাসের প্রথমদিন বাংলা নববর্ষ পালন করা হয়।
- বাংলা নববর্ষকে ‘পয়লা বৈশাখ ‘ বলা হয়।
- প্রতি বছর ১৪ এপ্রিল বাংলা নববর্ষ পালিত হয়ে থাকে।
- এইদিনটি বাঙালিদের কাছে খুব আনন্দের একটি দিন।
- বাঙালির নববর্ষ মানেই নতুন জামা, হালখাতা, মিষ্টিমুখ, পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া আরও কত কি!
- বাংলা নববর্ষ উপলক্ষে পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
- এই সময় অনেক জায়গায় বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।
- এই দিন বাঙালিদের ঘরে ঘরে পান্তা ভাত, ইলিশ মাছ, মিষ্টি , নানা ধরণের বাঙালি পদ খাওয়া হয়।
- সবাই একে অপরকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানায়।
- প্রত্যেক বাঙালির কাছে ‘নববর্ষ’ একটি ঐতিহ্যময় উৎসব।
বাংলা নববর্ষ রচনা (২০০-৫০০ শব্দের)
বাঙালির বারো মাসে তের পার্বণ। তাঁর মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হল নববর্ষ । বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ এবং ইরেজির ১৪ ই এপ্রিল নববর্ষ পালন করা হয়। এ দিনটি প্রত্যেক বাঙালির জীবনে নিয়ে আসে উৎসব আমেজ আর ফুরফুরে বাতাসের দিন বসন্ত। এই দিনটি পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে সাদরে গ্রহণ করা হয়।
বিশ্বব্যাপী বাঙালিরা নববর্ষের দিন একে অপরকে শুভেচ্ছা জানান। এদিন সকল মানুষ নতুন পোশাক পড়ে। এদিন বাঙালিদের মধ্যে পান্তা ভাত, ইলিশ মাছ, মিষ্টি খাওয়ার চল রয়েছে। পয়লা বৈশাখ মানেই মিষ্টিমুখ, এলাহি পেটপুজো।
নতুন বছরকে স্বাগত জানাতে দোকানে দোকানে হালখাতা পালন করে থাকেন। দোকানে লক্ষ্মী-গণেশের পুজো করা হয়। শাপাশি, হালখাতায় ক্রেতাদের মিষ্টিমুখ করানো হয়। পয়লা বৈশাখে হালখাতা বাঙালির কাছে একটা ঐতিহ্যের মতো।
পয়লা বৈশাখ বা নববর্ষ দিনটি প্রত্যেক বাঙালির কাছে আবেগ। এইদিন স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তায় শোভাযাত্রা বের হয়। অনেক স্কুলের অথবা পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। কোথাও আবার বৈশাখী মেলা চলে ১০ দিন ধরে। এই দিনটি বাঙালিরা নানা ধরনের আনন্দের মধ্যে দিয়ে কাটায়।
Read more:
200+ শব্দ দিয়ে বাক্য রচনা । সহজ বাক্য গঠন । Make Sentence
ছোটোদের জন্য সহজ ভাষায় গরুর রচনা
বর্ষাকাল রচনা ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায়
গ্রীষ্মকাল রচনা ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায়
শরৎকাল রচনা ছোটদের জন্য সহজ ভাষায়
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা । ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায় প্রবন্ধ
রইল ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায় শিক্ষক দিবসের রচনা
ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দের রচনা
ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায় নারী শিক্ষার রচনা

