অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের পর এবার করোনায় আক্রান্ত হলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চন। শনিবার প্রথম র্যাপিড টেস্টে অমিতাভ ও অভিষেক বচ্চনের পজিটিভ আসে কিন্তু ঐশ্বর্য,আরাধ্যা, জয়া বচ্চন ও বাড়ির সমস্ত কর্মীদের রিপোর্ট নেগেটিভ এসেছিল।
আরো পড়ুন। অমিতাভ বচ্চন ও পুত্র অভিষেকের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ
কিন্তু রবিবার সকালে বচ্চন পরিবারের এক বাংলো “জলসা” তে গিয়ে আরটিপিসির (RTPC Test) মাধ্যমে দ্বিতীয় পরীক্ষা করা হয় ঐশ্বর্য, আরাধ্যা ও জয়া বচ্চনের। সেখানে পজিটিভ আসে ঐশ্বর্য আরাধ্যা। তবে জয়া বচ্চনের নেগেটিভ এসেছে। এদিন সকালে ফের চিকিৎসাধীন অবস্থায় নমুনা পরীক্ষা করা হয় অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের। সেই রিপোর্টও পজিটিভ এসেছে।
আরো পড়ুন। কাজাখস্তানের “অজানা নিউমোনিয়া” কোভিড-১৯ হতে পারে, বিশ্বাস করছে WHO
প্রথম যে টেস্ট করা হয়েছিল সেটা ছিল র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। তাতে রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু আইসিএমআর (ICMR)-এর নির্দেশ হল, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে কারও রিপোর্ট নেগেটিভ এলেও সেটাই আসল রিপোর্ট নয়। এরপর দ্বিতীয় টেস্ট করাতে হবে যেটি হল আরটিপিসিআর টেস্ট। আর সেই টেস্টেই দুজনের পজিটিভ ধরা পড়ে।
আরো পড়ুন। মার্কিন স্কুলগুলি আবার চালু করা হচ্ছে, চিন্তায় ছাত্রছাত্রীর অভিভাবকরা
এরপরই রবিবার সকাল থেকে বচ্চন পরিবারের তিনটি বাংলো জলসা, প্রতীক্ষা ও জনকে স্যানিটাইজ করার ব্যবস্থা করা হয়। অমিতাভ ও অভিষেক বচ্চন হাসপাতালে রয়েছে কিন্তু ঐশ্বর্য,আরাধ্যা আপাতত বাড়িতেই রয়েছে। অমিতাভ নিজে টুইটে জানায় “আমার সঙ্গে গত দশ দিনে যাঁরা দেখা করেছেন, কথা বলেছেন, তাঁরা দয়া করে নিজেদের টেস্ট করিয়ে নিন।”