আহির-রঞ্জার বিয়ে? পিলু কি ফিরিয়ে আনছে বাহামণি’র সেই পুরনো স্মৃতি?

পিলু

জি-বাংলার নতুন ধারাবাহিক ‘পিলু’ কয়েকদিনের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছে অভিনেতা গৌরব রায় চৌধুরি এবং নতুন মুখ মেঘা দাঁ। ধারাবাহিকের গল্প যত এগোচ্ছে, দর্শকের একাংশ ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন।

পুরুলিয়ার গ্রাম থেকে শাস্ত্রীয় সঙ্গীত শেখার জন্য গল্পের নায়িকা পিলু চন্দন নগরের সুরমণ্ডল নামের এক বাড়িতে এসে পড়ে। তাকে এই বাড়িতে আনে গল্পের নায়ক আহির। ঘটনা চক্রে সুরমণ্ডলের গুরুজি মেয়েই আসলে পিলু। যদিও পিলু সেকথা জানেন না। ওই বাড়িতেই গুরুজির আরেক বউ এবং মেয়ে রয়েছে। গুরুজিও জানে না পিলু তার আরেক মেয়ে। এইভাবেই “পিলু” ধারাবাহিকের গল্প শুরু হয়েছিল। কিন্তু গল্পের মোড় ঘুরতেই কোথাও যেন অন্য দিকে ইঙ্গিত দিচ্ছে।

গুরুজির কথা মতো পিলুকে ফিরিয়ে আনতে গ্রামে যায় আহির। আর সেখানে পরব উৎসবের দিন  ঘটনাচক্রে মালা বদল হয়ে যায় পিলু ও আহিরের এবং সিঁদুর ছিটকে পিলুর মাথায় পড়ে। পিলু মনে মনে আহিরকে নিজের স্বামী ভাবতে শুরু করে। অন্যদিকে আহির এসব বিশ্বাস করে না। এবং মাথায় সিঁদুর নিয়ে পিলু সুরমণ্ডলে ফিরে আসে। গল্পের এই মোড়ে কোথাও যেন ‘ইষ্টি কুটুম’ এর পুরনো স্মৃতি খুঁজে পাচ্ছে দর্শক। ঠিক একইরকমভাবে এক গ্রাম্য পরিবেশে বাহামণির সঙ্গে বিয়ে হয়েছিল ঋষি কৌশিকের। এবং বাধ্য হয়ে বাহাকে বাড়ি আনতে হয়েছিল নায়ককে।

‘ইষ্টি কুটুম’ এর নায়কের বিয়ে হয় বহুদিনের প্রেমিকার সঙ্গে আর স্ত্রী গোপন করেই নায়কের বাড়িতে থেকে যায় বাহা। একটু লক্ষ্য করলে বোঝা যাবে, পিলু ধারাবাহিকে আহির এই বিয়ে মানে না। অন্যদিকে তাদের বাড়িতে গুরুজির এই পক্ষের মেয়ে রঞ্জা ভালোবাসে আহিরকে। তাহলে কি বিয়ে হবে রঞ্জা-আবিরের? আর পিলু স্ত্রীর পরিচয় লুকিয়ে থেকে যাবে সুরমণ্ডলে? পিলু কি ফিরিয়ে আনছে বাহামণি’র সেই পুরনো স্মৃতি?  প্রশ্ন দানা বাঁধছে দর্শকের মনে। যদিও সে কথা উত্তর ধারাবাহিকের আগামীর পর্বগুলি দেবে।

সূত্রঃ bengali . news18 . com/news/entertainment/pilu-bengali-serial-unknown-stories-of-pilu-serial-pb-736232.html

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here