মহিলা ক্রিকেটারের জীবন কাহিনী পরিবর্তে সাংসারিক কূটকাচালি দেখানো হচ্ছে ‘উমা’ ধারাবাহিকে! বন্ধের দাবি অনুগামীদের

উমা

জি বাংলার ‘উমা’ ধারাবাহিকটি এক মহিলা ক্রিকেটারের জীবন কাহিনী নিয়ে তৈরি। কিন্তু বর্তমানে মূলকেন্দ্র থেকে সরে সাংসারিক কূটকাচালি দেখানো হচ্ছে এই সিরিয়ালে। যা নিয়ে বেজায় চটেছে দর্শক। এর জন্যই ধারাবাহিক বন্ধ করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানায় তারা।

গল্পের নায়িকা উমার ক্রিকেটার হওয়ার গল্প দেখতে বেশ পছন্দ করছিলেন দর্শক কিন্তু এই মুহূর্তে এই ধারাবাহিকে পারিবারিক কূটকাচালি একদমই দেখতে ইচ্ছুক নয় দর্শকের একাংশ। তাই সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের একাংশ দাবি জানায় ধারাবাহিক বন্ধের। তাদের মতে এই ধারাবাহিকের গল্প ধীরে ধীরে আর পাঁচটি ধারাবাহিকের মতো হয়ে যাচ্ছে।

চ্যানেল এর পেজে ‘উমা’ ধারাবাহিক বন্ধের পাশাপাশি তারা জানান, উমার পরিবর্তে ইন্দ্রানী হালদারের গোয়েন্দা গিন্নির দ্বিতীয় সিজন আনা হোক। দর্শকরা গোয়েন্দা গিন্নিকে দেখতে চাইছেন ছোটপর্দায়।

সূত্রঃ kolkatajournal . com/entertainment-news/bengali-serial/netizens-want-to-see-goyenda-ginni-2-instead-of-uma-13573

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here