ইন্ডাস্ট্রিতে ১৫ বছর! ‘জুনিয়র আর্টিস্টরা ন্যুনতম সম্মান করতে জানে না’, বিস্ফোরক ‘সুচরিতা’ বাসবদত্তার

অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জী

বর্তমানে জি-বাংলার ‘কার কছে কই মনের কথা’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জী (Basabdatta Chatterjee)। ধারাবাহিকে তার চরিত্রে নাম ‘সুচরিতা’। এই ধারাবাহিকের হাত ধরেই বহু বছর পর ছোটপর্দায় পা রেখেছেন এই অভিনেত্রী।

একাধিক সিরিয়াল, সিনেমায় চুটিয়ে কাজ করেছেন তিনি। এই ইন্ডাস্ট্রিতে ১৫ বছর কাটিয়ে দিয়েছেন। নিজের অভিনয় গুণে এবং ব্যক্তিত্বের দ্বারা সকলের মন জিতে নিয়েছে তিনি।

তবে এত বছর ইন্ডাস্ট্রিতে থাকলেও এই ইন্ডাস্ট্রির হালচাল একেবারেই বিরক্ত সুচরিতা। বহুবছর ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন, ফিরে এসে খুঁজে পেয়েছেন ফারাক। সেই সময় আর এখনকার সময়ের মধ্যে রয়েছে বিস্তার পার্থক্য। এক সাক্ষাৎকারে বর্তমান ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।

বাসবদত্তা জানান, “আগেকার জুনিয়র আর্টিস্টদের এবং এখনকার জুনিয়র আর্টিস্টদের মধ্যে রয়েছে প্রচুর পার্থক্য। এখনকার জুনিয়র আর্টিস্টরা সিনিয়রদের সম্মান করতে জানেনা। সিনিয়রদের সামনেই তারা পায়ের উপর পা তুলে বসে থাকে।”

অভিনেত্রী আরও জানান, “শুধু সম্মান করতে জানে না তাই নয়, বড়দের সামনে সিগারেটও ফোঁকে। ইন্ডাস্ট্রিতে এত বছর পড়েও তারা এমন কাজ করে উঠতে পারেননি।

অভিনেত্রীর বলেন, “অনেকেই বলে থাকেন, আজকাল অভিনয়ে আসা খুব সহজ।  সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স থাকলে ভালো কাজ পাওয়া যায় কিন্তু অভিনেত্রী এই বিষয়টা বিরোধিতা জানায় কারণ কখনোই ফলোয়ার্স দিয়ে মানুষের দক্ষতা বিচার করা যায় না। আর এই সমস্তদের জন্যই ভালো আর্টিস্টদের হাতে কাজ নেই। অভিনেত্রীর মতে এই পরিস্থিতি বদলানো উচিত।