বাকি ধারাবাহিকগুলিকে টেক্কা দিয়ে ফের সপ্তাহের সেরা মিঠাই, কেন?

মিঠাই

বাংলা ধারাবাহিকের মেইন ফোকাস TRP। এই টিআরপি দিয়ে মাপা হয় এক একটি সিরিয়ালে মাপকাঠি। কোন ধারাবাহিক দীর্ঘস্থায়ী হবে তাও এই টিআরপি দিয়ে গণনা করা হয়। প্রতিবারের মতো এই সপ্তাহের টিআরপি প্রকাশ পেয়েছে। ফের অন্যান্য ধারাবাহিক পিছনে ফেলে প্রথম স্থানে ‘ মিঠাই ‘।

জি বাংলার ধারাবাহিক ‘ মিঠাই ‘ ৯.৩ পয়েন্ট পেয়ে এই সপ্তাহে সেরার সেরা। দ্বিতীয় স্থানে রয়েছে ৮.৩ পেয়ে পয়েন্ট পেয়ে ‘অপরাজিতা অপু’ এবং  ৮.২ পেয়ে তৃতীয় ‘কৃষ্ণকলি’।

কিছু সপ্তাহ ধরেই বাংলা দর্শকের সেরা মিঠাই। কেন? আসলে মিষ্টিতে মজেছে বাঙালি। মিঠাই ধারাবাহিক অন্যান্য একঘেয়ে ধারাবাহিকের থেকে একটু ভিন্ন। আধুনিকতার ভাবনা চিন্তা ধরেই এগিয়ে যাচ্ছে মিঠাই। আর প্লাস পয়েন্ট হিসাবে রয়েছে মিষ্টি অভিনয়ে মিঠাই অর্থাৎ সৌমিতৃষা। তার অভিনয় আজ দর্শকের খুব প্রিয়। পাশাপাশি তার উচ্ছেবাবুর অভিনয় অর্থাৎ আদৃত রায়ের অভিনয়ও মন কেড়েছে নেটিজেনদের।

একটি মিষ্টি বিক্রেতা এবং একটি স্মার্ট ছেলে খুনসুটির গল্প টিভির পর্দায় মাতিয়ে রেখেছে। দর্শকের মতে এই ধারাবাহিক থেকে অনেক কিছু শেখার রয়েছে। ঝড়-বাঁধা সত্ত্বেও একান্নবর্তী পরিবারে মিলেমিশে কীভাবে থাকতে হয় তা শেখার রয়েছে আজকের যুগের ছেলেমেয়েদের। পাশাপাশি একজন আদর্শ বউ এবং মেয়ে হিসাবে মিঠাইয়ের লড়াই দর্শকের মন কেড়েছে। তাই আপাতত বাকি ধারাবাহিকগুলি থেকে দর্শক অনেকটা এগিয়ে রেখেছে তাদের প্রিয় মিঠাইকে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here