ভোররাতে বাড়ির বাগানে কী ঘুরছে? ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

ভোররাতে বাড়ির বাগানে কী ঘুরছে?

আজকাল সোশ্যাল মিডিয়ায় কিছু ভাইরাল ভিডিও দেখে আমরা বিস্মিত হই। সেই রকমই বর্তমানে একটি ভিডিও  ভাইরাল হয়েছে। বাড়ির নিরাপত্তার জন্য অনেকেই বাড়ির বাগানে বা সামনে সিসিটিভি বসান। একবাড়ির বাগানে সিসিটিভিতে একটি ঘটনা ধরা পড়ল।

বাড়ির একজন রোজ রাতে রোজকার ফুটেজ মনিটর করেন। আর তা করতে গিয়েই চমকে উঠলেন তিনি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভোররাত ৩.৪০ এ বাড়ির বাগানে ঘুরছে অদ্ভুত প্রাণী। তিনি সেই ভিডিও পোস্ট করে দাবী করছেন, এটা প্রিহিস্টোরিক যুগের প্রাণী -অর্থাৎ ডায়নোসর৷ ক্রিস্টিনা রায়ান বলেছেন, “ভোর ৩.৪০ কোনও প্রাণী এইভাবে ঘুরেও বেড়ায় না৷ আমি জুরাসিক পার্ক অনেকবার দেখেছি৷ তাই আমি রাপটর বা ছোট ডায়নোসর মনে করছি”৷

শুধু রায়না না ভিডিও দেখার পর একাংশ বাড়ির মালিকের সঙ্গে একমত। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রাণীটি পিছনের দুটি পায়ে ভর দিয়ে দৌড়াচ্ছে আর মোটা একটা লেজ আছে৷ বাড়ির মালিক নিশ্চিত এটি শিশু ডায়নোসর।

আবার ভিডিও দেখে কেউ কেউ মন্তব্য করেছে, এটা একটা ময়ূর। আবার কেউ বলছে কুকুর বালতি ও কম্বল গায়ে মাথায় দিয়ে ঘুরছে৷ আবার কারো দাবী  সম্ভবত একটা টিকটিক। যাইহোক না কেন এই ভিডিওটি বর্তমানে বেশ ভাইরাল।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here