জগদ্ধাত্রী serial-এ বড় কাঁকনের চরিত্রে এন্ট্রি নিচ্ছে এই জনপ্রিয় অভিনেত্রী

জগদ্ধাত্রী

জি-বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। জি-বাংলার বহু পুরনো ধারাবাহিক এটি। একসময় বাংলার টপার ধারাবাহিক হিসাবে পরিচিত ছিল। পরবর্তীকালে ধারাবাহিকের জনপ্রিয়তা কিছুটা কমে। তবে বর্তমানে এই ধারাবাহিক আবার টিআরপি’তে ভালো ফল করছে।

যারা এই মেগা ধারাবাহিকের দর্শক তারা জানেন জগদ্ধাত্রী ধারাবাহিকের গল্প অনেকটাই এগিয়েছে। বড় লিপ নিয়েছে এই মেগা। জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা বড় হয়ে গেছে। আর এই চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতাই।

অন্যদিকে, ধারাবাহিক লিপ নেওয়ার সাথে আরও একটি ছোট সদস্যের মুখ বদল হয়েছে। খুদে কাঁকন। এই চরিত্রে এতদিন অভিনয় করত খুদে শিল্পী দেবাঙ্গনা ফৌজদার। তবে ধারাবাহিক লিপ নিতে বড় হয়ে গেছে কাঁকন।

কাঁকন

স্বাভাবিকভাবেই দেবাঙ্গনার পরিবর্তে গল্প আসছে  নতুন অভিনেত্রী। আর জগদ্ধাত্রী ধারাবাহিকে বড় কাঁকনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী প্রিয়ান্তিকা আরোহী মুখার্জিকে। যাকে শেষবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে ভিলেন চরিত্রে দেখতে পাওয়া যায়।