অভিনয় জগতের একজন খ্যাতনামা অভিনেতা অর্জুন চক্রবর্তী। যার অভিনয় দক্ষতা বরাবরই দর্শকদের মুগ্ধ করেছেন। শুধু বড়পর্দা নয়, দাপিয়ে কাজ করেছেন বড়পর্দাতেও।
একসময় বলিউডে কাজ করেছেন। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করেছেন। তবে বর্তমান সময়ে তাকে সেভাবে পর্দায় দেখা যায় না। আচমকাই কেন অভিনয় জগত থেকে অদৃশ্য হয়ে গেলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় জগত থেকে দূরে সরে আসা নিয়ে মুখ খুললেন।
অভিনেতা জানিয়েছেন, একটা সময় তিনি লোকের পিছনে অনেক তেল মারার চেষ্টা করেন। কিন্তু তিনি ভীষণ কুড়ে, মানুষের পিছনে দৌড়ানো অথবা তেল মারতে একেবারেই পারেন না। কারণ কথা বলতে গেলে তার চোখে মুখে তেল ফুটে ওঠে। সামনে বসে থাকা অনেকে তাকে বলেছেন হচ্ছে না তুমি যেটা করতে চাইছো সেটা পারছো না। অভিনয় জগতে অভিনেতার এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে।
সুত্রঃ https://binodonxp . com/entertainment/tollywood/arjun-chakraborty-caught-in-a-interview-27317