হোম লোন নেওয়ার আগে ৬ টি প্রয়োজনীয় বিষয়

৩।প্রয়োজনীয় কাগজপত্র (Necessary documents)

প্রয়োজনীয় কাগজপত্র

যদি লোন নেওয়ার কথা ভেবে থাকেন তাহলে প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকে জোগাড় করুন। লোন তখনি পাবেন যখন আপনার কাগজপত্র সঠিক থাকবে। যেমন- আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, ড্রাইভিং লাইসেন্স, ফটোকপি, আয়ের প্রমাণপত্র ইত্যাদি। আগে কাগজপত্র যাচাই করে নিন, তারপর হোম লোনের জন্য আবেদন করতে হবে।

৪। হোম লোন নেওয়ার আগে ক্রেডিট কার্ড বেশি ব্যবহার নয় (credit card history) 

ক্রেডিট কার্ড

ঋণদাতারা আপনার ক্রেডিট কার্ডের পরিশোধের ক্ষমতাগুলি মূল্যায়ন করেই লোনের আবেদন গ্রহণ করেন। তাই ক্রেডিট স্কোরের দিকে একটু বেশি সচেতন হতে হবে। লোন নেওয়ার আগে সমস্ত বকেয়া মিটিয়ে নিন। লোন নেওয়ার আগে ক্রেডিট কার্ড বেশি ব্যবহার না করাই ভালো। যদি একান্তই ব্যবহার করা প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট তারিখের মধ্যে বকেয়া মিটিয়ে দিন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here