বমি (vomiting ) ভাব বা ঘন ঘন বমি লিভার ড্যামেজের প্রাথমিক লক্ষণ। দিনের মধ্যে মাঝে মধ্যেই বমি ভাব অথবা খাবার খাওয়ার পরেই যদি বমি হয় তাহলে লক্ষণটি এড়িয়ে যাওয়া উচিত নয়। হজমের অস্বস্তির কারনেই বমি ভাব বা বমি হয়। আর এই হজম শক্তি নিয়ন্ত্রন করে লিভার।
লিভারের টক্সিনগুলি নির্মূল করার ক্ষমতা যখন হ্রাস পায়, তখন হজমে সমস্যা হয়। এই কারনেই বমি বমি ভাব পায়। দীর্ঘদিন ধরে এরকম সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন।