দেখতে দেখতে ১৪ বছর হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন ‘মিঠাই’ ধারাবাহিকের নিপা ওরফে অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। যদিও বয়স ২০-র কোটায়। খুব ছোট থেকে অভিনয় করছেন এই অভিনেত্রী। ছোটপর্দায় ডেবিউ করেছিলেন রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর মাধ্যমে। আর সেখান থেকেই অভিনয়ের সুযোগ।
ঐন্দ্রিলা বয়স তখন সবেমাত্র ৮, মা চেয়েছিলেন মেয়ে ‘ডান্স বাংলা ডান্স’-এ একজন প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করুক। শোয়ের প্রতিযোগী হিসাবেই অডিশন। সুযোগও পেয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত প্রতিযোগী হয়ে ওঠা হয় না। কারণ খুদের স্মার্টনেস দেখে কর্তৃপক্ষরা তাঁকে শোয়ের সঞ্চালক হিসাবে নিয়ে নেন।
‘রাই কিশোরি’ মেগা ধারাবাহিকে প্রথম অভিনয় জগতে পা। এরপর একের পর এক ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি বাড়তে থাকে। বর্তমান ‘মিঠাই’ ধারাবাহিকে ‘নিপা’ চরিত্রের হাত ধরে মিলেছে তুমুল জনপ্রিয়তা। তবে একসময় ধারাবাহিকে লিড রোলে সুযোগ পেয়েছিলেন। নায়িকা হয়ে জনপ্রিয়তাও বেড়েছিল। তাহলে আচমকা সাইড রোল কেন? এই প্রসঙ্গেই এক সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন অভিনেত্রী।
ছোটপর্দার নিপা জানায়, “আমি অভিনয় করতে ভালোবাসি। লিড না সাইড এসব নিয়ে ভাবিনা। তাছাড়া লিড চরিত্র করলেই যে জনপ্রিয়তা পাওয়া যাবে তেমন তো নয়। ভালো অভিনয় করতে পারলেই দর্শক পছন্দ করেন। আর সাইড চরিত্র মানে তো চরিত্রের গুরুত্ব নেই, এমন তো নয়। সেখানেও অভিনয় দেখানোর সুযোগ রয়েছে। সেই সঙ্গে নিজের সব প্রয়োজনীয় জিনিসগুলোও করতে পারি”।