একসময় জনপ্রিয় নায়িকা আজ সাইড অভিনেত্রী! ‘ধাক্কা না খেলে মানুষ শিখতে পারে না’, বললেন পুতুল ওরফে শ্রীতমা

শ্রীতমা

বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রীতমা ভট্টাচার্য। একাধিক ধারাবাহিকে অভিনয় করে মন জিতেছেন অভিনেত্রী। কার কাছে কই মনের কথা ধারাবাহিকে ‘পুতুল’ চরিত্রে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন।

এখনো পর্যন্ত বেশকিছু ধারাবাহিকে অভিনয় করেছেন শ্রীতমা। তবে সব পার্শ্ব চরিত্রে। কিন্তু একটা সময় ছিল যখন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা হিসাবে দর্শক চিনত শ্রীতমাকে। কালজয়ী সিরিয়াল ‘তোমায় ছাড়া ঘুম আসেনা মা’ সিরিয়ালে ঝিলিকের বড় বেলার চরিত্রে অভিনয় করে দর্শকের মনে ছাপ ফেলেছিলেন। দর্শকের কাছে আজও যেন শ্রীতমা ‘ঝিলিক’ হিসাবে পরিচিত। এমনকি পরবর্তীকালে ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকে সেকেন্ড লিড চরিত্রে দেখা যায়।

শ্রীতমা

মুখ্য চরিত্র থেকে আচমকাই সাইড রোল? এই প্রসঙ্গেই একসময় ‘টলি টাইম’ ইউটিউব চ্যানেলে মুখ খোলেন অভিনেত্রী। শ্রীতমা জানান, “এখন নায়িকা হতে না পারায় তাঁর কোনও আফসোস নেই। তিনি অভিনেত্রী হতে চেয়েছিলেন তাই অভিনয় করাটাই তার কাছে আসল। তবে ভবিষ্যতে কখনো আবার নায়িকার চরিত্রে সুযোগ পান অবশ্যই করবেন”।

অভিনেত্রী আরও জানান, “অভিনয় জীবনের সকলের মতোই ভালো খারাপ নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। নিজের সম্পর্কে খারাপ কথা শুনলে সেটা তিনি মজার ছলেই নিয়ে থাকেন। এসমস্ত খারাপ কথা তিনি গায়ে মাখেন না। কারণ তিনি নিজে জানেন তার নিজের মানুষগুলোর কাছে  তিনি সঠিক। অভিনেত্রীর কথায়, ধাক্কা না খেলে মানুষ শিখতে পারে না”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here