চলচ্চিত্র জগতের একের পর এক খারাপ খবর। ফের আবারও দুঃসংবাদ চলচ্চিত্র জগতে। প্রয়াত ভোজপুরি সিনেমার অভিনেতা সুদীপ পান্ডে৷
পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুদীপ। মুম্বইতেই মৃত্যু হয় অভিনেতার। দীর্ঘদিন ধরেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন।
‘প্যায়ার মে’, ‘বলওয়া’ এবং ‘ধরতি’-র মতো ভোজপুরি ছবিতে তাকে দেখা যায়। তার আকস্মিক মৃত্যুতে ভেঙে পরেছে গোটা ইন্ডাস্ট্রি।