আচমকাই সরিয়ে দেওয়া হল জি-বাংলার এই জনপ্রিয় মেগা ধারাবাহিককে, অবাক দর্শক

মেগা ধারাবাহিক

জি থেকে স্টার জলসার একাধিক নতুন সিরিয়াল জন্য পুরনো সিরিয়ালগুলি অনিশ্চয়তা দেখা দিচ্ছে। টিআরপির তালিকায় একটু পিছিয়ে পড়লেই হারাতে হচ্ছে স্লট। আচমকা আরও এক ধারাবাহিককে সরিয়ে দেওয়া হল।

বর্তমানে টিআরপিতে ‘পুবের ময়না’ আর ‘দুই শালিকে’র মধ্যে জোরদার টক্কর চলছে। দুই শালিককে টেক্কা দেওয়া পুবের ময়নার ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তাই আচমকাই বিকেলের স্লট থেকে সরিয়ে দেওয়া হল গৌরব আর ঐশানীর ‘পুবের ময়না’-কে। তার পরিবর্তে অন্য ধারাবাহিককে নিয়ে আসা হচ্ছে ঐ স্লটে।

পুবের ময়না

আগামী ১৬ই ডিসেম্বর থেকে বিকালের ৫:৩০ টার স্লটে পুবের ময়নার জায়গায় সম্প্রচার হবে নীল-শ্যামোপ্তীর ‘অমর সঙ্গী’ ধারাবাহিক এবং পুবের ময়নাকে দেখানো হবে দুপুর ৩:৩০-এর সময়। আচমকাই পুবের ময়নার স্লট পরিবর্তন করায় অখুশি হয়েছেন দর্শকেরা। অধিকাংশ দর্শকের মতে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকটির গল্প না থাকা সত্ত্বেও টেনে টেনে লম্বা করা হচ্ছে কিন্তু বন্ধ করা হচ্ছে না। এদিকে একটু টিআরপি কমতেই ‘পুবের ময়না’কে স্লট হারা হতে হচ্ছে। এই সময় পরিবর্তনের জন্য দর্শকদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।