বিদ্যুৎ ছাড়াই এবার টাটকা থাকবে আপনার ফল-সবজি! মাটির ফ্রিজ বানিয়ে তাক লাগালেন এক বৃদ্ধ

মাটির ফ্রিজ

এবার মাটির ফ্রিজ বানিয়ে তাক লাগিয়ে দিলেন এক বৃদ্ধ। তাঁর আবিষ্কৃত এই ফ্রিজ চলবে বিদ্যুৎ ছাড়াই। এমনকি আপনার ঘরের ফল, সবজি, মাছ এছাড়াও আরও অনেক জিনিস দীর্ঘদিন ধরে টাটকা থাকবে। তাঁর এই আবিষ্কারে চমকে গেছে সকলে।

মাটির ফ্রিজ

আগেকার দিন আমরা জিনিস ঠাণ্ডার জন্য মাটির পাত্রের উপর ভরসা রাখতাম। আগে মাটির পাত্রে জল রেখে ঠান্ডা করত মানুষ। তবে আজকাল ইলেকট্রনিক্স আইটেম ও ইন্টারনেটের বুঁদ গোটা দুনিয়া। তাই এই প্রজন্মকে আবার মাটির পাত্রে আশ্বাস জাগাছেন তামিলনাড়ুর কোয়েম্বাটুরের কারুমথামপট্টির বাসিন্দা শিবস্বামী। বয়স ৭০।

মাটির ফ্রিজ

বহুদিন ধরে মাটির কাজ করে। আর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বানিয়ে ফেললেন মাটির ফ্রিজ। ২০২০ সাল থেকে পরিকল্পনা করছেন পরিবেশবান্ধব কিছু বানাবেন। তারপর ২ বছরের মাথায় তিনি মাটির রেফ্রিজারেটর বানালেন।

তাঁর বানানো এই মাটির ফ্রিজে রয়েছে দুটো স্তর। নিচের দিকে রয়েছে কলের মতো নল, এখানে জল রাখা এবং ঢাকনার ব্যবস্থা রয়েছে এবং উপর সাক-সব্জি এবং ফুল-মাছ এবং যেকোনো ধরণের খাবার রাখা যাবে। যা অনেকদিন পর্যন্ত সুরক্ষিত থাকবে। শোনা যাচ্ছে ইতিমধ্যে ১০০ টিরও বেশি ফ্রিজ বিক্রি হয়ে গিয়েছে তাঁর। তাঁর এই প্রতিভার কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here