অবশেষে বিদায়! সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালের আগেই মঞ্চ থেকে বিদায় নিল খুদে প্রতিযোগী

সারেগামাপা

জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ তে চলছে অন্তিম পর্ব। প্রতিযোগীদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আর তাদের মধ্যেই খুদে প্রতিযোগী অঙ্কনা দে। গানের পাশাপাশি তার শিসের সুরেও মঞ্চ মেতেছে বারবার।

তবে গ্র্যান্ড ফিনালের এত কাছে এসেও শেষরক্ষা হল না। মঞ্চ থেকে বিদায় নিলেও এই মঞ্চে গান গাওয়ার হাজারো স্মৃতি রয়েছে তার ঝুলিতে। এই মঞ্চ থেকে অনেক কিছু শিখেছে সে। তবে যাদের জন্য তার এতদিনের জার্নি সেই মেন্টরদের মোটেই ভোলেনি সে। এই শোয়ে তার তার মেন্টর সৌমেন নন্দীকে উদ্দেশ্যকে একটি পোস্টও শেয়ার করে অঙ্কনা।

অঙ্কনা দে

সৌমেন নন্দীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে অঙ্কনা লেখে, ‘আমাদের গানগুলো প্রাণ পেত যাঁদের অক্লান্ত পরিশ্রমে, তাঁদের মধ্যে অন্যতম সৌমেন নন্দী স্যার। স্যার এর গ্রুমিং হাউস এ আসার নির্দিষ্ট সময় ছিল, কিন্তু ফেরার কোনও সময় ছিল না। স্যার সবার গান ভালো করে শুনে তবেই বাড়ি ফিরতেন। কখনও কখনও সেটা রাত দশটা বা এগারোটাও হয়ে যেত। কতবার আমরা কয়েজন সবার শেষে স্যারকে গান শুনিয়ে স্যারের গাড়িতেই ফিরেছি। প্রণাম স্যার, কত্তো দুস্টুমি করেছি, বকা খেয়েছি। গান মুখস্থ করিনি বলে মারও খেয়েছি। তবে সবটাই ভালোবাসায় ভরা ছিল। স্যারের কাছে আবদার করে আমরা পিজ্জা, বিরিয়ানিও খেয়েছি। চকলেট, চিপস যে কতবার খেয়েছি তা মনেই নেই। ভালো থাকুন স্যার, সুস্থ থাকুন।’

আগামী ২ মার্চ, রবিবারই টিভির পর্দায় সম্প্রচার হবে ‘সারেগামাপা’র গ্র্যান্ড ফিনালে।