গোলুমোলু চেহারা থেকে আজ সুদর্শন যুবক! সোনু নিগমের সেই ছোট্ট ছেলেকে দেখলে অবাক হবেন আপনিও

সোনু নিগম

বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। বলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট গান উপহার দিয়েছেন, সেই কারণে বরাবরই চর্চায় থাকেন গায়ক। তবে এবারে শিরোনামে সোনুর ১৭ বছরের ছেলে।

আকসময় সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে বাবা সোনু নিগমের কোলে ছোট্ট নিভান, ‘কোলাভরি ডি’ গানটি গেয়ে চমকে দিয়েছিল সবাইকে। সেইসময় বেশ কয়েকবার বাবার সঙ্গে স্টেজ শেয়ার করতে দেখা গিয়েছিল নিভানকে। এরপর ভারত ছেড়ে দুবাইতে চলে যায় নিভান। সেই দেশে গেমার হিসাবে ভালই নামডাক করেছেন নিভান।

সোনু নিগম

তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় আর তেমন দেখা যায়নি নিভানকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছেলে নিভানের কিছু ছবি শেয়ার করেন সোনু নিগম। ছেলের আগের ও পরের, দুরকম চেহারার ছবিই শেয়ার করে নিয়েছেন গায়ক।

ক্যাপশনে গায়ক লেখেন, ‘ঈশ্বর তোমাকে সবসময় তাঁর আশ্রয়ে রাখুক আমার সন্তান। আজ আমি শুধু তোমাকে আশীর্বাদ পাঠাতে পারি। তোমার প্রথম পোস্টের জন্য অভিনন্দন।’