ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। যিনি এই মুহূর্তে জনপ্রিয় ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে অভিনয় করছেন। খুব অল্প সময়ের মধ্যে এই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন তিনি। ‘সিঁদুর খেলা’ ধারাবাহিকের হাত ধরে টলিপাড়ায় প্রবেশ। বহুদিন ধরেই এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তবে বহুদিন আগে এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন এই অভিনেত্রী।
অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “এই ইন্ডাস্ট্রিতে তার কোনও বন্ধু নেই। কারণ এখানে কাউকে বিশ্বাস করলে সে ঠকিয়ে চলে যায়। আর এই কারণেই এই ইন্ডাস্ট্রিতে কাউকে বন্ধু বলে বিশ্বাস করে না অভিনেত্রী”।
শুধুমাত্র টলিউডে কাজ করবে বলে একসময় বড় পর্দা এবং হিন্দি সিরিয়ালে কাজের সুযোগ ছেড়ে দিয়েছিলেন শ্বেতা। সেই ইন্ডাস্ট্রি নিয়েই তার খারাপ অভিজ্ঞতা রয়েছে তা স্পষ্ট।
View this post on Instagram