অভিনয় জগতের সঙ্গে যুক্ত অনেক অভিনেতা-অভিনেত্রীরা রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। এরকম উদাহরণ অনেক রয়েছে। সেই একই পথেই কি হাঁটবেন ‘গাঁটছড়া’ ধারাবাহিকের নায়িকা খড়ি ওরফে অভিনেত্রী শোলাঙ্কি রায়।
যাদবপুরের ছাত্রী শোলাঙ্কি। কলেজে পড়াশুনোর সময় চুটিয়ে রাজনীতি করতেন। শুধু তাই নয় তার গোটা পরিবার রাজনৈতিক। সরাসরি রাজনৈতিকের সঙ্গে যুক্ত না হলেও চর্চার মধ্যে থাকেন। শোলাঙ্কিরা বাবাও একটা সময়ে রাজনীতি করতেন।
সম্প্রতি নিবেদিতা অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয়, ‘রাজনৈতিক পরিবারের মেয়ে হওয়ায় শোলাঙ্কিরও কি আগামীদিনে রাজনীতিতে আসার প্ল্যান রয়েছে?’ উত্তরে ছোটপর্দার খড়ি জানান, ‘না! আমি রাজনীতিটা যেহেতু একসময় করেছি সেই জন্যই আসব না। আমি জানি বিষয়টা। তবে এটা বলব মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করতে হয় না। কোনও রাজনৈতিক ছাতার দরকার হয় না। করোনার সময় সোনু সুদ যখন মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছিলেন তার কিন্তু রাজনীতির প্রয়োজন হয়নি। রাজনীতি ফুল টাইম কাজ। যেটা অভিনয়ের পাশাপাশি সম্ভব নয়। যাঁরা পারেন তাঁরা দক্ষ। আমি নই।’