মেদিনীপুরের মেয়ে, সালোয়ার কামিজ পড়তাম বলে তুচ্ছ করা হত, একটু সম্মানও পায়নি, অতীতের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ‘জগদ্ধাত্রী’র মেহেন্দি ওরফে ঋতু রায় আচার্য

অভিনেত্রী ঋতু রাই আচার্য

বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রী, আর সেখানেই খলনায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঋতু রাই আচার্য। নিজের অভিনয় দিয়েই মন জিতেছেন দর্শকের। সম্প্রতি অনুষ্ঠিত জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডেও সেরা খলনায়িকার খেতাব ছিনিয়ে নিয়েছে মেহেন্দি ওরফে ঋতু রাই।

ছোট থেকেই নাচ শিখতেন অভিনেত্রী। এমনকি বড় হয়ে স্বপ্নও ছিল অভিনেত্রী হওয়ার। তবে মেদিনীপুর থেকে কলকাতায় অভিনয় জগতে আসার জার্নিটা খুব একটা সহজ ছিল না অভিনেত্রীর। এই প্রসঙ্গেই নিজের অভিনয় জগতে আসার স্ট্রাগল নিয়ে কিছু কথা শেয়ার করেন অভিনেত্রী।

তিনি জানান, উনিশ কুড়িতে মডেলিং দিয়েই তার যাত্রা শুরু। আর সেখান থেকেই সিলেকশন হয় তার। তবে সময়টা খুব কথিন ছিল, এমনও হয়েছে শুটিং থেকে ফেরার পথে ট্রেন না পেয়ে স্টেশনেও থাকতে হয়েছে অভিনেত্রীকে। তবে সবসময় পাশে পেয়েছেন তার মাকে।

এখানেই শেষ নয়, চুরিদার পড়া গ্রাম্য পরিবেশের মেয়ে হওয়ার জন্য সকলের কটাক্ষ শুনতে হয়েছে অভিনেত্রীকে। তবে সেই নিয়ে এখন আর কোন আক্ষেপ নেই তার। কারণ অভিনেত্রী হিসাবে নিজের জায়গায় যথেষ্ট প্রতিষ্ঠিত অভিনেত্রী।