ইদানীং সোশাল মিডিয়া খুললেই ভাইরাল ছবি বা ভিডিও দেখা যায়। সেই সমস্ত ছবি ও ভিডিও দেখে অবাক হতে হয়। সম্প্রতি এমন এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হল, যা দেখে হতবাক হচ্ছে নেটদুনিয়া। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট কাঠঠোকরা গর্ত করছে আস্ত একটি কংক্রিটের দেওয়াল। ভিডিও পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ভিডিও।
কাঠঠোকরা ঠোঁট খুব শক্ত। আমরা সকলেই জানি কাঠঠোকরা গাছের গুঁড়ি নিজের শক্ত চঞ্চু দিয়ে কাঠ ঠুকরে বাসা বানায়। তবে বাসা বানানোর জন্য আস্ত একটি কংক্রিটের দেওয়াল ফুটো করে ফেলল এই দৃশ্য আগে কখনও দেখা যায়নি। পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থগুলির মধ্যে কংক্রিটকে ধরা হয়। আর ভিডিওতে দেখা গেল সেই শক্ত কংক্রিটের দেওয়াল ছোট পাখটি তার চঞ্চু দিয়ে ঠুকরে ঠুকরে গর্ত করে ফেলছে।
বনদপ্তর আধিকারিক সুশান্ত নন্দা সোশাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড করে লিখছেন, “কখনো তিনি ভাবতেই পারেন নি কাঠঠোকরা পাখির চঞ্চু এতখানি শক্ত হতে পারে যা কংক্রিটের দেওয়ালে ফুটো করে দিতে পারে”। ভিডিও আপলোডের মুহূর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। ছোট পাখির এই কান্ড কারখানা দেখে হতবাক হচ্ছে নেট দুনিয়া।
Urbanised woodpecker😳
Digging for nest in a concrete wall must be a new low.Had never realised that it’s beak can be so strong .. pic.twitter.com/CI2HM3WHhQ
— Susanta Nanda IFS (@susantananda3) August 23, 2020
একজন ভিডিও কমেন্টে তার মতামত দেয়, আধুনিক সভ্যতার বাসিন্দা হতে চাইচ্ছে, তাই পায়রার মতো শহরকে আপন করে নিচ্ছে।
Pretty! This has been an incredibly wonderful article.
Thank you for supplying these details.
It’s an remarkable article in favor of all the internet people; they will take
benefit from it I am sure.