গত দুদিন আগে প্রকাশ পেল পদ্মশ্রী পুরস্কারে তালিকা। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন বলিউডের খ্যাতনামা গায়ক সোনু নিগম। কি বললেন গায়ক?
সম্প্রতি জানা গেছে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে মমতা শঙ্কর থেকে অরিজিৎ সিং এর মতো জনপ্রিয় কিছু তারকা দের। নাম প্রকাশ পেতেই সোনু নিগম নিজের সোশ্যাল একাউন্টে ক্ষোভ উগড়ে দিলেন।
একটি ভিডিওতে এসে সোনু নিগমকে বলতে শোনা যায়, ‘এমন দুজন গায়ক রয়েছেন যারা সারা বিশ্বে গায়কদের অনুপ্রাণিত করেছেন। আমরা তাদের মধ্যে একজনকে আমরা শুধু পদ্মশ্রী পুরস্কারে সীমাবদ্ধ রেখেছি, তিনি হলেন মহম্মদ রফি। অন্যজন তো পদ্মশ্রীও পাননি, তিনি কিশোর কুমার। মরণোত্তর পুরস্কার দেওয়া হচ্ছে, তাই না?’
গায়ক আরও বলেন, ‘বর্তমানে যাঁরা আছেন তাঁদের মধ্যেও অলকা ইয়াগনিকের এত দীর্ঘ এবং অসাধারণ ক্যারিয়ার ছিল, তিনি এখনও কিছুই পাননি। শ্রেয়া ঘোষাল, দীর্ঘদিন ধরে তাঁর প্রতিভা প্রমাণ দিয়ে চলেছেন। তাঁকেও সম্মানিত করা উচিত। সুনিধি চৌহান তাঁর অনন্য কণ্ঠ দিয়ে পুরো প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। তিনিও এখনও কিছু পাননি।
ভিডিও শেয়ার করে ক্যাপশনে গায়ক লেখেন, ভারত এবং পদ্ম পুরস্কার থেকে বঞ্চিতরা’।
View this post on Instagram