সাংসারিক কুটকাচালি নেই বলেই কি বন্ধ হচ্ছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’?

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ

খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিক। সেই খবর  ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তারপরেই মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের। স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক। আর নতুন ধারাবাহিকের জন্যই নাকি শেষ করে দেওয়া হবে কমলা-মানিকের যাত্রা।

বিংশ শতাব্দীর প্রেক্ষাপট নিয়েই ধারাবাহিকের কাহিনী। প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ পর্দায় আসে এই ধারাবাহিক। মুখ্য চরিত্রে মানিক ও কমলার অভিনয় কোনও তুলনা হয় না। অসাধারণ অভিনয় করেছে এই দুইজন। তাহলে কেন বন্ধ করা হচ্ছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’?

শোনা যাচ্ছে, চ্যানেল এবং প্রোডাকশনের মধ্যে মত বিরোধ দেখা যাচ্ছে। ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালের টিআরপি বাড়াতে চ্যানেল প্রোডাকশনকে টাইম লিপের কথা জানিয়েছেন তবে প্রোডাকশন টাইম লিপ আনতে চাইচ্ছে না। যার জন্য আগামীদিনে এই সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নিচ্ছেন চ্যানেল কর্তৃপক্ষ।

তবে খবর শোনা মাত্র দর্শকের মন খারাপ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে দর্শকদের মতে, সাংসারিক কুটকাচালি নেই বলেই হয়তো এমন একটি অসাধারণ ধারাবাহিক বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার কারো মতে, ভালো জিনিস চ্যানেল কর্তৃপক্ষ বেশিদিন চালান না।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here