শিশুশিল্পী মেঘান চক্রবর্তী আশাকরি সকলের মনে রয়েছে। এই ছোট খুদে শিল্পী তার অভিনয়ের জন্য দর্শকের মন জিতে নিয়েছিল অতি সহজেই।
প্রথমা কাদম্বিনী ধারাবাহিকে ছোট কাদম্বিনী চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল মেঘান। তবে এই ধারাবাহিকের মাঝপথে বাদ পড়ে যায় মেঘান। গল্প এগিয়ে যাওয়ায় তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল।
এরপর ফেলনা ধারাবাহিকে তাকে দেখা গিয়েছিল ফেলনা চরিত্রে। তবে সেখানেও দুর্ভাগ্যবশত, করোনার জন্য শিশুদের শুটিং ফ্লোরে আসা বারণ ছিল তাই বাধ্য হয়েই গল্প লিপ নেয়। এবং মেঘানকে বাদ দিয়ে বড় ফেলনা চরিত্রে অভিনয় করে হিয়া দে।
অনেকেই সেই সময় বলেছিলেন মেঘানের কপালটাই খারাপ। তবে এই খুদে সেই সময় জানিয়েছিল ফেলনা ধারাবাহিকে বাদ প্রায় যতটা না কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে কাদম্বিনী সিরিয়াল ছাড়ার সময়।
সেই সময় টিভিনাইন বাংলাকে ছোট মেঘান জানান, “খারাপ তো লেগেছেই। তবে কাদম্বিনীর সময় আরও বেশি কষ্ট পেয়েছিল। কারণ হিসাবে মেঘানের মা জানান, করোনা আবহের জন্য ফেলনা থেকে বাদ পরেছে সেই পরিস্থিতিটা ও বুঝছে কিন্তু প্রথমা কাদম্বিনীর সময় কোভিড ছিল না তাই কষ্টটা বেশি হয়েছে মেঘানের।