৮২ বছরের ঠাকুমা পুষ্পরানি সরকারের ইউটিউব আয় কত?

পুষ্পরানি

যারা ইউটিউবে রান্নার রেসিপির চ্যানেলগুলি ভিউ করেন, তারা নিশ্চয়ই ৮২ বছরের জনপ্রিয় বাঙালি ঠাকুমাকে চেনেন। যিনি তার ‘ভিলফুড’ চ্যানেলের মাধ্যমে নতুন রকমারি রান্না শেখায়। হ্যাঁ, এখানে জনপ্রিয় ইউটিউবার ঠাকুমা পুষ্পরানি সরকারের কথা বলা হচ্ছে।

ঠাকুমা পুষ্পরানি সরকার বাগানের সবজি, নিজের পুকুরের মাছ এবং শীল-নোড়ায় পেষা মশলা দিয়ে রান্না করে শুধু বাঙালির মন নয় গোটা বিশ্বের মানুষের মন জয় করেছেন। এই ৮২ বছর বয়সে সুস্বাদু মুখরোচক স্বাদের রান্না করে ইউটিউব চ্যানেল থেকে ২০২০ সালে গোল্ড প্লে সম্মান পেয়েছেন।

২০১৭ সালে ঠাকুমার ছেলে ভিলফুড ইউটিউব ব্লগ খোলেন। চ্যানেলে প্রথম ভিডিওতে কুমড়ো ফুলের বড়া রেসিপি শিখিয়েছিলেন। ধীরে ধীরে গোটা দেশে ছড়িয়ে পড়ে তার চ্যানেলের নাম। আপনি জানলে অবাক হবেন এই ঠাকুমার চ্যানেলে প্রায় ৪৬ হাজার ভিউ রয়েছেন চিন থেকে। ভারতের পাশাপাশি আমেরিকা, ইংল্যান্ড, আফ্রিকা, বাংলাদেশের মানুষও ফলো করেন ঠাকুমার রান্না।

বাঙালি সমস্ত রকম পদ রান্না করে এই বৃদ্ধার ইউটিউব চ্যানেল থেকে আয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। বর্তমানে তার ফলোয়ার্সের সংখ্যা ১.৫৪ মিলিয়ান। বছরে আয় ৮-১০ লক্ষ টাকা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here