
টলিউডে এমন কিছু অভিনেত্রী রয়েছেন যাদের বয়স যেন দিনে দিনে কমছে। ৪০ বছর পেরিয়েও তারা যেন একেবারে ফিট। নিজের গ্লোয়িং স্কিন ধরে রাখতে কি খাবার খান বা কোন প্রোডাক্ট ব্যবহার করেন? এই বিষয়ে জানার কৌতূহল লেগেই থাকে মানুষের মধ্যে।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। তাকে দেখে কে বলবে তার বয়স ৪৯ এর কোথায়। এমন সুন্দর গ্লোয়িং ত্বক কীভাবে ধরে রাখেন অভিনেত্রী? সেই কথাই এবার ফাঁস করলেন এই সময়ের অনলাইন পেজে।
এই সময় অনলাইনকে অভিনেত্রী তার সুন্দর গ্লোয়িং ত্বকের রহস্য নিয়ে জানান, তিনি নাকি কোনদিন তেমন কিছু সেভাবে ব্যবহার করেননি। তবে ছোটবেলা থেকে তিনি একটি জিনিস খুব ব্যবহার করতেন সেটা হল ময়েশ্চারাইজ়ার। এমনকি অভিনেত্রী জানান তার নিত্যদিনের সঙ্গী হল নারকেল তেল। কেরল থেকে নাকি নারকেল তেল আনান গার্গী। আর শরীরের কোথায় ফুসকুড়ি হলে তিনি বোরোলিন গরম করে ব্যবহার করেন। আর কোনও গুরুত্ব সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেন।
অভিনেত্রী আরও জানান, তিনি ঘরোয়া টোটকাতেই বিশ্বাসী। তিনি আজকালকার মতো কিউই ফল খাওয়ায় বিশ্বাসী বরং তার কাছে পেয়ারাই সেরা।