“ভাঙা কাঁচকে জোড়া… হাজারো চেষ্টা করলেও…”, আর্য হয়ে ফের শুটিং শুরু করতেই লাইভে এসে কি জানালেন জিতু?

জিতু কমল

সম্প্রতি চিরদিনই তুমি যে আমারের শুটিং সেটে ফিরেছেন জিতু। আর সেই খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসে ভরে উঠেছে দর্শকমহল। তবে আবারও শুটিং ফ্লোরে ফিরে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল জিতুর?

সম্প্রতি শুটিং সেরে বাড়ি বাড়ি ফিরতেই সমাজ মাধ্যমে লাইভে এসেছিলেন জিতু, সেখানেই জানালেন নিজের অভিজ্ঞতার কথা। জিতু জানালেন, “অনেক টাল-মাটাল অবস্থার মধ্যে থেকে তো আপনারাও যাচ্ছেন আমার মতোই, কিন্তু ঘটনাটা হচ্ছে তার মধ্যে থেকেই ছেড়ে দেওয়ার ব্যাপারটা।

সত্যি কথা বলতে, এক প্রকার বীতশ্রদ্ধ হয়েই ছেড়ে দিয়েছিলাম কাজটা। ফের আবার কাজটায় ফিরে আসা শুধুমাত্র দর্শকের এবং টেকনিশিয়ানদের কথা ভেবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমার পাশে সব সময় থাকার জন্য আর সঠিক পথ দেখানোর জন্য।

আমি আজকে থেকে আবার কাজটায় যোগ দিলাম। কিন্তু সিন কিভাবে হবে, সেটা আমার কাছে ধোঁয়াশা। শুধুমাত্র শুরু করেছি আমার টেকনিশিয়ান আর দর্শক, যারা এই চরিত্রটাকে এতদিন আর এত দূর পর্যন্ত ভালোবাসা দিয়ে নিয়ে গেছে। এমন দর্শকদের আমি শুধু নিজের সিদ্ধান্ত চাপিয়ে দায় সেরে চলে যেতে পারিনি।

কাজটা শুরু করলেও পুরোটাই যে সচ্ছল আকারে হচ্ছে বা হবে এমনটা নয়। একটা ভাঙা কাঁচ, সেটাকে জোড়া লাগানোর হাজারো চেষ্টা করলেও কতদূর যে জোড়া লাগবে জানা নেই। আমি কোনও বিতর্কে যেতে চাইছি না, শুধুমাত্র ধন্যবাদ জানাবো সবাইকে এত আশীর্বাদ আর ভালোবাসা জানানোর জন্য। আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছে এতদিন বাদে আবার শুটিং করে এবং এই ক্লান্তিটাতেই আমি বাঁচতে চাই।

আজকে কাজ করে খুব আনন্দ পেয়েছি। কিছুদিন আগে ফুসফুসের নালিতে একটা সংক্রমণ হয়েছিল, যার ফলে জ্বর অনেক দিন ধরে কম ছিল না। অনেক ওষুধ খাওয়ার পরেও কাজ করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন থেকে কিছুটা সুষ্ঠু হতেই আবার কাজে ফিরেছিলাম। সত্যি কথা বলতে একটুও বিশ্রামের সময় পাইনি, তারপরেই এমন একটা অনভিপ্রেত ঘটনা আবার আজকে থেকে কাজ শুরু, আশা রাখছি ভালো কিছুই হবে।