জিতু নয়, নবনীতার জন্যই ভেঙেছিল জিতু-নবনীতার সুখের সংসার?

জিতু-নবনীতা

টেলিপাড়ার বেশ কিছু তারকা দম্পতি রয়েছে, যাদের বিচ্ছেদের খবরে মন ভেঙেছিল নেটিজেনদের। তাদের মধ্যেই এক দম্পতি হলেন জিতু কমল এবং নবনীতা দাস। ২০১৯ সালের ৬ মে গাঁটছড়া বেঁধেছিলেন জিতু ও নবনীতা। সিরিয়ালের একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের বন্ধুত্ব হয়। নবনীতাই প্রথম জিতুর প্রেমে পড়েছিলেন এবং নিজেই প্রেম প্রস্তাব দিয়েছিলেন জিতুকে। পরবর্তীকালে তারা একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেয়।

জিতু-নবনীতার সুখের সংসার করছিলেন কিন্তু আচমকাই তাদের সম্পর্কে ফাটল ধরেন। আলাদা থাকার সিদ্ধান্ত নেয় তারা। ২০২৩ সালে আইনি ভাবে বিচ্ছেদ হয় তাদের। যদিও তাদের ডিভোর্স কেন হয়েছে সেই বিষয় জিতু আর নবনীতা কেউই সামনে আনেননি। তারা শুধু জানিয়েছিলেন কারণটা ব্যক্তিগত রাখতে চান চান। তবে তারা জানিয়েছিলেন তাদের মধ্যে কোনও তিক্ততা নেই, একে অপরের প্রতি শ্রদ্ধা অগাধ। তবে তাদের ডিভোর্সের কারণ আজও অজানা।

ডিভোর্সের পর স্বাভাবিকভাবে জিতু’র দিকেই আঙ্গুল ওঠে তবে জিতুর জীবনে অন্য নারীর আগমনে বিচ্ছেদ হয়। তবে পুরোটাই ভুয়ো ছিল। বরং শোনা যায়, জিতু নয় নবনীতা এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়ান। জিতু-নবনীতার বিচ্ছেদের পরেই সেই খবর সামনে আসে। শোনা যায় গোয়ার এক হোটেল ব্যবসায়ী স্নেহাল অধিকারীর সঙ্গে নবনীতার সম্পর্কে জড়ান। তাদের একসঙ্গে এক সময়ে একই জায়গায় ছবি ফাঁস হয়।

আর তারপরেই জল্পনা নবনীতার নতুন সম্পর্কের কারণেই জিতু আর নবনীতার সুখের সংসার ভেঙে যায়। যদিও অভিনেত্রী জানান, স্নেহাল তার ভালো বন্ধু। তার সাথে ডিভোর্সের কারণ নেই। তবে এত কিছু মধ্যেও জিতু কখনোই মুখ খোলেননি।