টেলিভিশন পর্দায় বেশ কিছু সিরিয়াল আছে যা দর্শকের মনে আজীবন বেঁচে থাকবে। পুরনো ধারাবাহিকগুলি যেন আলাদা একটা প্রান ছিল। যা এখনকার ধারাবাহিকে খুঁজলেও পাওয়া যাবে না। সেই সমস্ত ধারাবাহিকে এমন কিছু অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন, যারা নিজেদের অভিনয় দিয়ে দর্শকের মনে ছাপ ফেলে গিয়েছে। কিন্তু তাদের মধ্যে অনেককে আজ আর খুঁজেই পাওয়া যায় না। যেমন ধরুন- স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘সংসার সুখের হয় রমণীর গুনে’র নায়ক ও নায়িকা।
ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী বিজয়লক্ষী চ্যাটার্জি এবং অভিনেতা শুকদীপ ঘোষ। ‘বিষ্টু’ ও ‘লক্ষ্মী’ খুনসুটির গল্প দারুণ পছন্দ করতেন দর্শক। গ্রামের মেয়ে লক্ষ্মীর সাথে বিষ্টুকে তার পরিবার জোর করে বিয়ে দিয়ে দেয়। স্বাভাবিক ভাবেই স্ত্রীকে মেনে নিতে পারে না বিষ্টু। পরবর্তীকালে চঞ্চল মেয়ে লক্ষ্মীর প্রেমে পড়ে যায় সে।
বহু বছর আগেকার এই মেগা এখনো মানুষের হৃদয়ে গাঁথা। তাই তো দর্শকের কথা ভেবে আবারও লক্ষ্মী-বিষ্টু অর্থাৎ বিজয়লক্ষ্মী-শুকদীপের জুটিকে ফেরানো হচ্ছে পর্দায়। না, কোনও নতুন ধারাবাহিকে নয়। স্টার জলসায় আরও একবার ফিরছে ‘সংসার সুখের হয় রমণীর গুনে’ ধারাবাহিকটি। ফের জলসার চ্যানেলে পুনঃসম্প্রচার হবে। রাত ১১ টা থেকে পুনঃসম্প্রচার হবে এই মেগা।
প্রসঙ্গত, স্টার জলসার ‘চিনি’ ধারাবাহিকে শেষবারের মতো দেখা গেছে বিজয়লক্ষ্মীকে। অন্যদিকে এই ধারাবাহিকের পর শুকদীপকে আর প্রধান সারির চ্যানেলে সেভবে দেখা যায়নি।