গুরুতর অসুস্থ বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়, ভর্তি করা হল হাসপাতালে

পরিচালক প্রভাত রায়

গত মার্চ মাসেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন বর্ষিয়ান পরিচালক প্রভাত রায়। তবে আবারও আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন তাই শহরের এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, গত রাতে অর্থাৎ বুধবার তার একটি জটিল অপারেশন হয়েছে। অপারেশন ভালোভাবে হলেও এখনো বিপদ কাটেনি বলেই জানা যাচ্ছে হাসপাতালে তরফ থেকে।

শোনা যাচ্ছে, পামক্যাথে সংক্রমণের কারণেই অস্ত্রোপচার হয়েছে। বেশ কিছুদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন পরিচালক, এমনকি চলছিল ডায়ালিসিসও। তাই এর একাধিক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।