করোনায় আক্রান্ত প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় । শুক্রবার রাতে অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে হ্রাস পাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রে জানা গেছে, তিনি কোভিডের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত। ফুসফুসে ইনফেকশন হওয়ায় তাকে ২৯ তারিখ আইসিইউতে দেওয়া হয়।
তবে প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। হাসপাতালের সূত্রের খবর অনুযায়ী, অভিনেত্রী আজ একটু কথা বলেছেন এবং খাওয়া-দাওয়া করেছেন। ৮৫ বছর বয়সে কোভিডের সাথে লড়াই করা কঠিন। তবে এই বয়সে বর্ষীয়ান অভিনেত্রীর মনের জোর প্রচুর।
বাসন্তী দেবীর অসুস্থতায় চিন্তার ভাঁজ পড়েছে টলি পাড়ার অনেকের। সবাই তার সুস্থ হওয়ার জন্য দ্রুত আরোগ্য কামনা করছেন। এই অভিনেত্রী থাকেন দমদমের সেভেন ট্যাঙ্কস এলাকায়। বাড়িতে রয়েছেন একজন সাহায্যকারী। মেয়ে ও জামাই থাকেন কলকাতায়।
প্রবীণ অভিনেত্রী এখন স্থিতিশীল অবস্থায় আছেন। টিভি শো ‘বোরন’, ‘গঙ্গারাম’ এবং তার সহ-কর্মীরা এবং তার অভিনেতারা ক্রমাগত তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।